পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sछूर्भ *ार्डींत्र ] অপূর্ব্বস উী নাটক । ՊՎե সেই লোকের ছাতে বলে পাঠিয়েছে যে, মেয়েকে সোণ! হীরের মুড়ে দিলেও এসম্বন্ধ তাঙ্গ বন । কু। ওমা ছিঃ! এও কি কথা গা " বাছুর মা আমাদের আপনার লোক, তার এ কাজ করা ভাল হয়নি । m রা। দেখ দিকি বোন্‌ ! আমার ছেলের ভাল মেয়ের সঙ্গে বিয়ে হবে তা আর ওর প্রাণে সইল না। তুই কেন বাছ। আর একটা ভাল মেয়ে দেখে বে দেন। ভীডে কি আর আমি কথা কহিতে যাব ? আর তা ও বলি ভাই যদিও এমন ঘর পেতে পারে বটে কিন্তু এমন মেয়ে পাবেনা। কু। চন্দর নাকি কালেজ থেকে মাসে পনর টাকা করে জলপানী পায় ? ' র। এই একবছর তো পেলে, আরও এক বছর পাবে । ক । চন্দরের কিন্তু পড়া শুনায় খুব আট । র। বল কি ভাই ! পড়া শুনো ছাড়া একদও নাই। দিন রাত কেবল বয়ে মুখে বসে আছে। গেল বছর একজামিনের সময় পড়ে পড়ে এমন ব্যাম হয়েছিল যে বাছা মাত তুলে বসতে পাত্তোনা। সে বছর ডাক্তারে কি কম টাকাটা নিলে । কু। তাকি আর জানিন ? সব জানি । দিদি ! এবার রথের সময় ঐক্ষেত্রে যাবে ? রা। ঠাকুর যদি টেনে থাকেন তা হলেই যেতে হবে কেউ, স্ত্রখতে পার্কেন । কু। একবারে রথের চাকার নিচে না টানলে বাচি । রা। তুই ছলি কিরে ! ঠাকুরদের কথাতেও টাটা। কু। মাই ভাই ছেলেদের আসবার সময় ছয়েছে । y &