পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্তাঙ্ক অপূর্ব্বসন্তী নাটক। վց :) ষণ !—“কাত্ত-প্রাণেশ”—আমি কি বুখি ?—না-না,-আমি দুঃখী-আমার মত দুভাগ-অভাগা কি জগতে আর আছে ? বে ব্যক্তি এভ মুখেও মুখি হতে পারে না-ভীর মত অভাগ । কি আর আছে?--মুখের মধ্যে থেকে মুখের জন্য ছাছাকার কচ্চি ?-সম্মুখে মুখ-পাশ্বে মুখ-উৰ্দ্ধে মুখ-নিক্ষে মুখ-চতুর্দ্দিকে মুখ তথাপি অমুখ। দুখভোগই যার জীবনের একমাত্র উদ্দেশ্য তার মুখের সম্ভাবনা কোথায় । দুঃখীর বিলাপই মুখ। পাপীর অনুতাপই মুখ। নলিন্‌ কি আমায় ভাল বাসে ? না না ;-অভাগার উপর ডাল ৰাসায় সম্ভাবনা কোথায় ? তবে এ পত্র কেন ?—প্রেমমুখামাখা এ পত্র কেন ? ভাল বাসে-ভাল বাসে বলেই লিখেছে। অপর লোকের কাছে মনের কথা জালাবে কেন ? যে আমায় ভাল বাসে,আমি কি তারে ভাল ৰাসি r বাসি-বড় ভাল বাসি-প্রণের চেয়ে ভাল বাসি-কি আরও বেশী। নলিনীর মন সরল কিন্তু তার যার মন এত কুটিল কেন ? মনে কি সরলতার লেশ মাত্র নাই – রাক্ষসীর গৰ্বে মানবীর জন্ম ? মলিনী গুণবতী কিন্তু তার মার শরীরে কি স্বগুণ বিন্ধুমাত্রও নাই ? সকলই মায়া-মায়াবিনী, কপটী। ওঃ কি নীচ প্রকৃতি---কি নীচ মন—অর্থলোলুপ পিশাচী । ইমলে কে মত অর্থের জন্য এত চেষ্টা। মানের, ধর্ম্মের, লজ্জার অনুরোধ রক্ষা করে না।--অর্থই কি এত বড় ! এত মাছ কুছকিনী রাক্ষসীর অঙ্গে মানব কত কাল রক্ষা পায় ?—নিদয়ার খাদ্যাভাব হইলে অবশ্যই সঞ্চিত বনে উদর পুত্তি করবে ! নলিনীর বিলাপ-ক্রন্দন-আমি কেমন করে ভুল ব? ভুলতে কি পারব? আমি কি এভ নিদয় - আমার