পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম গর্ভাঙ্গ। ] অপূর্ব্বসতী নাটক। ፵፰ স্থ। বলি ও বৈষ্ণবঠাকুর । গানটান আসে ? বৈ। পারি বৈকি, শুনবেন ? গৌর দেখবি যদি আয় - { ও গেষ্ট) সোণার বরণ, জগত কারণ, পিজরে ভেঙ্গে ੇ স্বায়ু । ( ও তার ) এমনি নামের গুণ, ভজলে পরে, জগত তরে হাত বাড়ায়ে চক্র পায় ॥ ( ও তাই ) মাসতুত জামাই, কানাই আর বলাই, বাজিয়ে বাণী, কুলের বসু লয়ে কদমতলায় যায় ॥ ত । বলি ও কি ছেলে । কানাই গৌরের জামাই কিসে ? বৈ। আপনার শাস্ত্রজ্ঞান তো খুব দেখচি। এও জানেন না যে ত্রেতাযুগে গেীরের এক মাসতুত মেয়ে ছিল। তার সঙ্গে কনাইয়ের বিয়ে হয়। তা হলে গেীরের জামাই ছোল না ? ত। তোমার সকল কথাতেই যে “তুত" দেখতে পাই। বৈ । দেবচরিত্র বোঝে কে ? ৩ । আচ্ছা তাই যেন হোল, বলাই কি কল্পে ? বৈ । ভায়ের ভাই । ছ। মন্দ নয়। ওছে তৰু বাবু ওসব কথা ছেড়ে দাও। লৈঞ্চবের প্রতি ) মদ টদ খেতে পার ? # বৈ । ছা জিনিসটা ভাল বটে, কিন্তু কাচ গোল্লার কাছে নয়। ভ। ( গেলাসে মদ ঢালিয় ) দেখ দেখি এটা কি চিস্তুে পার ? বৈ । ( গ্রহণ পূর্বক স্বগতঃ ) হ৷ এট। তাই বটে ( চতুদিকে অবলোকন স্তুর পান )