পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ես অপূর্ব্বসতী নাটক । [ প্রথম অঙ্ক। দুখ কৰি অস্ত গেল, মুখতম উদয় হল, বিধবা সধবা হলে, সকল দুঃখ বিমোচিল । বস্থানারী গর্ভবতী, সধবা বিষন্ন অতি, বলে কেন প্রাণপতি, মম আগে পলাইল। বৈশাখেতে শীতে কঁপে, গাঁজাখোর সব গঁজা টেপে, দোক্তা দেয় তায় চেপে চেপে, এক দমে সব sয়া হল । রাম রাবণে যুদ্ধ হবে, প্যার মরে ভেবে ভেবে, পায়ে ধরা ফুরাইবে, লক্ষ্মণ যদি প্রাণু ত্যজিল। (একজন পথিকের প্রবেশ ) প। তোমার গান তো বাপু কিছু বুঝতে পাপ্তেম না। ওয়ও কোন অর্থই নাই। বা। কেম্ রে বেটা ডেড়ের ডেড়ে, গান শিখচিস, নেড়ে চেড়ে, বেলা গেল, সকাল হল, ডাকুচে কোকিল কুল, আবার উড়ে যাবে, পাখা নেড়ে, দেখাবে গোকুল। তখন যাবি কোথা এ রাত্তিরে গাৰু শিখিতে আর ? কে শেখাবে, কোথায় পাবে, সাগর ছবি পার। শেষে কি অগাধ জলে,জলের তলে,গিলবি বসে জল ? বেলা হল শিব পুজার ফুল তুলৰি ত চল । প । তুমি কি পাগল ? ৰা। পাগল ছাগল নইরে আমি, ভজন ভিখারী, ভিক্ষাবৃত্তি নাৰি করি, খুজি চরণ তরি। নাংি পেলে ওরি, কিসে বল গুরি, এই ঘোর ভব বারি।