পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

盘菌 অপূর্ব্বসতী নাটক। [ ठूडैौश वड । ডেকেই পার পাৰে ভেবেচ তা হবেনা। কার সাধ্য সিংহের মুখ থেকে শীকার নিয়ে যায় । চল, না ছলে এখনই— ন। যতদিন পর্য্যন্ত এ দেহে প্রাণ থাকৃবে,-যতদিন পর্য্যন্ত আত্মরক্ষা করবার অণুমাত্র ক্ষমতা থাকবে, যতদিন না পূর্বের চন্দ্র পশ্চিমে উদয় হয়,-যতদিন না ভারতের নারী-ধর্ম্ম লোপ হয়, কার সাধ্য যে আমাকে এস্থানচ্যুত করে। ভ। এই তোমার পূর্ব্বের চন্দ্র পশ্চিমে উদয় করি, এই তোমার আত্মরক্ষা বাছির করি, এই তোমার নারী-ধর্ম্ম লোপ করি।-- ন। ছ। নাথ ! কোথায় রইলে ? একবার এসে দাসীর দশা দেখে যাও, আমি কেবল তোমার আশায় এখানে এসে এই বিপদে পড়েছি। তোমার দোষ কি-আমি প্রলোভনে ভ্রান্ত श्रुझ् ि। ছ। ভকবাবু শোন । ন। দুৰ্বত্তের আমাকে এক পেয়ে পীড়ন কন্তে উদ্যত হয়েছে। ছা জগতোলোচন স্থর্য্যদেব ! পাপাত্মারা আমার অকিঞ্চিৎকর সৌন্দর্ঘ্যে মোহিত হয়ে আমার প্রাণনাশ কতে উদ্যত হয়েছে, তুমি কি তা দেখেও দেখ ছ না ? যে মহিমা বিস্তারে শ্রীবৎসরত্ন চিন্তাদেবীকে উদ্ধার করেছিলে, দয়া করে অভাগিনীর দুঃখ দেখে সেইরূপ জ্বরাভার অর্পণ কর। হা বিধাতঃ ! তুমিও কি বিমুখ হয়ে ভারতের নারী ধর্ম্ম লোপ কত্তে প্রস্তুত ছলে ? মা ! তুমি আমাকে এই ঘোর বিপদে ফেলে কোথা গেলে মা ! মা ছয়ে আমার প্রতি এই ব্যবহার করা কি তোমার উচিত হল মা! হা নাথ ! তুমি এমন সময় কোথা রইলে ?