পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । こ、ミ。 চতুর্থ গর্ভাঙ্ক । কমলবাসিনীর বাস গৃহ । (কমলবাসিনী, সুশীল, চারু এবং গোপীনাথের প্রবেশ । ) সুশীল । মা ! এই যে আমাদের শিক্ষক সাহেবট এসেচেন, ইনি বেশ পড়ান, আর যতক্ষণ ভাল না বুঝতে পারি, ততক্ষণ ছাড়েন না । আমাদের অত্যন্ত স্নেহ করেন । চারু। কালকে মেম সাহেব আমাকে কোলে কোরে ছিলেন। আর বলেন আমাদের এমনি দুটি সন্তান হয় । স্বশীল। আমাকেও সাহেব সে দিন বলেন দেখি তুমি কত ভাবি ? বোলে পাজ কোরে তুললেন। কমল । তাতে আমার কিছু দুঃখ নেই । মা দুর্গার দয়াতে তোমাদের দুই ভাই বোনকে সকলেই দয়া করেন। আমার আর কি ? তোমাদের দুটি ভাই বোনকে যিনি দয়া শ্রদ্ধা করেন, আমি তার দাসী। মেম সাহেব তে পাছে আমি আমার এই দুঃখের ভাবনা ভাববার সময় পাই, এই জন্যে রাত দিনই এই খেনে থাকেন। আবার সাহেব তাতে বিরক্ত হওয়া দূরে থাক, বরং উনি আসতে বিলম্ব করে আরও শীঘ্র পাঠয়ে দেন । ভৈরবী । ( নেপথ্যে ) অ সুশীলচন্দোর ! সুশীলচন্দোর ! সুশীল। অজ্ঞে ? ভৈরবী । অ বাবা ! তোমাকে আমি আজি কত দি-ই-ই-ন আর দেখতে পাইনে । তুমি আগে আগে একবার একবার আসতে। এখন আর আমি মোরে গেলেও একবার ফিরে দেখ না । তা বাব। যেমন আমার বলদবাহন, তেমনি আমার সুশীলচন্দোর। বাবা তোমাকে