পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেসে লিখে দিয়েছি গল্পটি না ছাপতে। গল্পটিতে আপনি যে আক্রমণ আছে বলেছেন, তা আছে বটে। কিন্তু আমি তা বাদ দিয়ে বা বদলে সেটিকে আইনের ও বে-আইনী আইনের কবলের শঙ্কা থেকে মুক্ত করতে পারতাম । যাক— । আপনি যখন বলেছেন, ওটি করবেন না, তার উপর কথা নেই। 2이 3 শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় & 8 § জুন ծ ա 8 չ ১নং উড স্ট্রীট কলিকা তা ৪ঠা জুন ১৯৪১ । ভক্তিভাজনেষু, “বদনাম” গল্পটি সম্বন্ধে আমার ক্রটি হইয়াছে, পুনঃ পুনঃ এইরূপ মনে হওয়ায় আপনাকে এই চিঠি লিখিতেছি । ইহার দৈর্ঘ্যের জন্ত আগেই ক্ষমা চাহিতেছি । আপনার ২৭শে মে’র চিঠিতে আপনি লিখিয়াছিলেন, “... আমার অনুরোধ এই,– এই লেখার যে সকল জায়গায় উত্তেজনার কারণ আছে সেখানে যথোচিত পরিবর্তন করাই উচিত । আপনি যদি এই সংশোধনে মনোযোগ করেন তবে আমি নিশ্চিন্ত হই।” আপনার এই আদেশ পালন করা আমার উচিত ছিল । কিন্তু আমার নিজের 8\oe