পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●愈 鲇 ब्रूम >净8》 ৪ঠা জুন, ১৯৪১ ৷ রাত্রি। ভক্তিভাজনেষু, অত্যন্ত সঙ্কোচের সহিত আপনাকে একটি কথা জানাইতেছি। আপনি বিবেচনা করিলে উপকৃত ও সুখী হইব । আপনার “সাহিত্য, গান, ছবি” শীর্ষক যে প্রবন্ধের প্রািফ আপনার নিকট আজ গিয়াছে, তাহার এক জায়গায় আছে, “তখন দেখতুম মেয়েদের সতীত্বধর্মর দুরন্ত তেজ”, ইত্যাদি । আপনি যে প্রকৃত সতীত্বধর্মকে উপহাস করেন নাই, তাহা আমি বুঝি । কিন্তু বাংলাদেশে এখন একদল লেখক আছে যাহারা, কি পুরুষ কি নারী, সকলেরই চারিত্রিক শুচিত মূল্যহীন মনে করে ; আমার আশঙ্কা এই যে, তাহারা আপনার উক্তিটিকে তাহাদের মতের সমর্থক মনে করিতে পারে। এই আশঙ্কাও আমার আছে যে, আপনার এই কথাগুলি অবলম্বন করিয়া আপনার নিন্দুকেরা আপনার বিরুদ্ধে propaganda চালাইতে পারে । ইহারা এখনও সক্রিয় অাছে । তাহাতে অবশ্য আপনার কোন ক্ষতি নাই । কিন্তু তাহাতে আপনার প্রতি শ্রদ্ধাবান লোকেরা ব্যথা পাইবেন এবং নিরপেক্ষ এমন অনেক লোক আপনাকে ভুল বুঝিতে পারেন, তলাইয়া চিন্তা করিয়া কোন জিনিৰ 8\9● 3 Հ|ՀԵ