পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুঝিতে যাহারা অভ্যস্ত নহেন। এই জন্য আমার মনে হয়, আপনি “সতীত্বধর্মর দুরন্ত তেজ” শবদ গুলি ব্যবহার না করিয়া অন্ত্য প্রকারে আপনার বক্তব্য বলিলে ভাল হয়। আমার নিজের মতে আপনার কথাগুলি সুপ্রযুক্তই হইয়াছে । কিন্তু অনেক সময়, লোকে যাহাতে ভুল না বুঝে বা কুব্যাখ্যা করিতে না পারে, সেই উদ্দেশ্যে cząstą riffsfēJE ÈsE 5 ( literary excellence) af দেওয়া আবশ্যক হইতে পারে। আমার আশঙ্কা অমূলক হইতে পারে। কিন্তু যাহা মনে হইয়াছে তাহা আপনাকে জানান আবশ্যক বোধ হওয়ায় জানাইলাম। এই প্রবন্ধটিতে আপনি এক জায়গায় বিষ্ণু ওস্তাদের উল্লেখ করিয়াছেন। আমার মনে হইতেছে, আপনি আপনার অন্ত একটি রচনায় যদুভট্ট ওস্তাদের আপনাকে ধরিবার চেষ্টার কথা লিখিয়াছেন । হয়ত উভয় ওস্তাদই ঐরাপ চেষ্টা করিয়া থাকিবেন । ইতি— প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় (BG o खून 》>8》 Q|やl)ぬ8 > ভক্তিভাজনেষু, “বদনাম” গল্পটি সম্বন্ধে আপনাকে আগে দু’খানা চিঠি 8\98