পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিখিয়া ফেলিয়া রাখিয়াছিলাম, আপনার দৈহিক ও মানসিক অবস্থা না জানিয়া সে ফুট ডাকে পাঠাইতে ভরসা হয় নাই । আজ আপনার ৪ঠা জুনের চিঠি পাইয়া সেই দুটা চিঠি পাঠাইতেছি । গল্পটি সম্বন্ধে আমার মত সেই ফুটাতে পাইবেন । উহা নিশ্চয়ই প্রকাশযোগ্য । অামি প্রকাশ করিতে প্রস্তুত আছি । সামান্ত পরিবর্তন আবশ্যক। তাহ! আপনার দ্বারা অনুমোদন করাইয়া আনিতে অল্প সময় লাগিবে, এবং তখন আষাঢ়ের প্রবাসীতে স্থানও থাকিবে না, বা যথেষ্ট থাকিবে না । অতএব, আপনার মত হইলে আমি উহ। আপনার সংশোধন ও অনুমোদনান্তে শ্রাবণের প্রবাসীতে ছাপিতে ইচ্ছা করি। আশা করি, ইহাতে আপনার আপত্তি হইবে না । যদি আষাঢ়েই ছাপানো একান্ত আবশ্যক মনে করেন, টেলিগ্রাফ করাইবেন ; চেষ্টা দেখিব ! কিন্তু দুঃসাধ্য হইবে। বুদ্ধদেব বাবুকে লেখা চিঠিটির প্রফ আপনার কাছে আগেই চলিয়া গিয়াছে । সুতরাং তাহ আষাঢ় সংখ্যায় ছাপিব । সে সম্বন্ধে একটি চিঠিও আপনাকে আজই পাঠাইয়াছি। বুদ্ধদেব বাবুকে আপনি সাহিত্য, গান ও ছবি সম্বন্ধে যাহা লিখিয়াছেন, তাহা খুব মূল্যবান । সমস্তই সাহিত্যে স্থায়ী স্থান পাইবে । তাহাকে আপনি দু-এক জায়গায় যে certificate দেওয়া গেছে [গোছের] প্রশংসা করিয়াছেন, তাহার দোকানদারী অপব্যবহার তিনি ও তার g'లత