পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রপের লোকেরা করিতেও পারেন । এইজন্য সেগুলি, আপনি অনুমতি দিলে, বাদ দিতে পারি। o প্রণত শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় Qlや|〉お〉8> | আপনি মিস্ রাথবোনের চিঠিটা উপেক্ষা না করায় ভারতবর্ষের কল্যাণ হইয়াছে – সত্যপ্রিয়, স্যায়পরায়ণ ও মানবজাতির-স্বাধীনতাপ্রিয় সমুদয় বিদেশী লোকেরাও সত্যকথা জানিয়া উপকৃত হইবে, যদি আপনার কথা তাহাদের নিকট পৌছিতে দেওয়া হয় । আপনি ঠিকই ধরিয়াছেন যে, মিস রাথবোন “ভারতহিতৈষী” ইংরেজদের মুখপাত্র। আপনি যাহা লিখিয়াছেন অন্য কেহ তাহা লিখিতে পারিতেন না, লিখিলেও তাহা খবরের কাগজে ছাপা হইত না—ভারত “রক্ষা” () আইন অনুসারে চাপা পড়িত । ইংরেজী বিবৃতিটির আপনার অনুমোদিত কোন অনুবাদ থাকিলে অনুগ্রহ করিয়া তাহ পাঠাইয়া দিতে বলিবেন । মাসিক কাগজে তাহ থাকিলে ভবিষ্যতের বাঙ্গালীরাও তাহ পড়িতে পারিবে । তাহাতে তাহাদের জ্ঞান ও আপনার প্রতি কৃতজ্ঞতা বাড়িবে। ইতি— প্রণত ঐরামানন্দ চট্টোপাধ্যায়। Soo