পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ ১২৮২ । , "... পলাশির যুদ্ধ । , sר ছুটিল একটা গোলা রক্তিম-বরণ,

বিষম বাজিল পারে,

ভূতলে ছইল মিরমদন পতন! এরূপ ভীষণ যুদ্ধ বর্ণনা আমরা বঙ্গভাষায় { মদনের মৃত্যুতে নৰাবের সৈন্যগণ ভয়ে রণে { ভঙ্গ দিয়া পলাইতেছিল এমন সময় বিক্রমকেশরী হিন্দু সেনাপতি মোহনলাল | ক্ষত্রিয়োচিত গাম্ভীর্য্য ও বীরত্বের সহিত বলিতে লাগিলেন – “দাঁড়ারে দাড়ারে ফিরে, দাড়ারে যবন, দাড়াও ক্ষত্রিয়গণ, যদি ভঙ্গ দেও রণ,” গজ্জিল মোহনলাল নিকট শমন" “আজি এই রণে যদি কর পলায়ন, মনেতে জানিও স্থির, * কারোনা থাকিবে শির, সবান্ধবে যাবে সবে শমন ভবন " “ভারতে পাবিন স্থান করিতে ৰিশ্রাম, নবাবের মাথা খেয়ে, কেমনে মাসিলি ধেয়ে, | মরিৰি মরিবি ওরে বনসন্তান!” { “সেনাপতি ছিছি একি হাৰিকুতোমারে - কাঠের পুতুল প্রায়, .{ नगरूिङ ड़िाहेश আই এক বারে!” | “ওই দেখ, ওই যেন চিত্রিত প্রাচীৰ, ওই তব সৈন্যগণ, , গণিতেছে লহৰীকি রণরোধঃ " عر >> 1 আর পাঠ করি নাই। সেনাপতি মিবু-|

| “প্রণয় কুসুম হার রে ভীরু ছর্ব্বল শৃগালের কবি, হয়ে সিংহের কুমার !" } “দেখিছ না সর্ব্বনাশ সম্মুখে তোম্বার | বার বঙ্গ-সিংহাসন, । যায় স্বাধীনতা-ধন, । তেছে ভাসিয়া সব কি দেখিছ জার?” { “সামান্য বণিক এই শক্রগণ নয়, { দেখিবে তাদের ছায়, { রাজা, রাজ্য ব্যবসা; } বিপণি সমরক্ষেত্র, অস্ত্র বিনিময়” । । “নিশ্চয় জানিও রণে স্থলে পরাজয়, { দাসত্বশৃঙ্খল ভার, | ঘুচিৰে ন জন্মে আর, } অধীনতা বিষে হবে জীবন সংশয় ।” “যেই হিন্দু জাতি এবে চরণে দলিত, } সেই হিন্দুজাতি সনে, ". নিশ্চয় জানিবে মনে, { একই শৃঙ্খলে সবে হবে শৃঙ্খলিত।" } “বীরপ্রসৰিনী যত মোগোলরমণী, { না বুঝিমু কি প্রকারে, " | প্রসবিল কুলাঙ্গারে, চঞ্চলা যবন লক্ষ্মী বুঝিন্তু এখনি।” ।

| * পরাইলি যে গলায়, । বলন রে কি লজ্জায় { পরাইবি সে গলায় দাসীত্বশৃঙ্খল।" | o “কোথায় ক্ষত্রিয়গণ সমরেশমন, " ছিছিছিছি একি কায । ক্ষত্রকুলে দিয়ে লাজ, --- কেমনে শক্ররে পৃষ্ঠ করালি দর্শন ?" “বীরের সস্তান তোরা বীর অবতার ; ৷ স্বকুলে দিলৱে চালি, . . এমন কলঙ্ককালি, ੇ