পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ ১২৮২ । ভূমিকম্পের উপকারিত | ○○ |. যে ভূমিকম্প, পবনোন্মাদ প্রভৃতি প্রাকৃতিক উৎপাতসমূহের কি কিছুমাত্র উপকারিত আছে ? ইহাদের দ্বারা মানুষ্যের কোনপ্রকার ইষ্ট সাধন হয় কি না ? | স্থলদৃষ্টির সহিত এই সকল বিষরের প্রতি | নেত্রপাত করিলে আপাততঃ প্রতীয়মান इहैव cग भन्नसाझांडित्व अथवा नमूलग्न কৃষ্ট পদার্থের উচ্ছেদসাধনার্থই এই সকল | উৎপাতপরম্পরার আবির্ভাব হয়। যখন লিসবন, কালাও, রাইওবাম্বা প্রভৃতি অসীমসমৃদ্ধিশালী নগর সকল যে যে 1ভূমিকম্পের অত্যাচারে ধূলিসাৎ হইয়াছিল, | তৎসমুদয়ের বিষয় আমাদের স্মৃতিপথে উদিত হয়, যখন আমরা স্মরণ করি সিসিলি, এন্টিয়ক প্রভৃতি প্রাচীন স্থানসমূহ ভূমিকম্পের উৎপাতে উৎসন্ন হষ্টয়াছে, | ७दः श्रजश्था भन्नबा ७ अनाांना खड़गशृश् | উছার সঙ্গে সঙ্গে ভূমির উদরসাৎ হই | য়াছে, যখন বিস্তুবিয়স পর্ব্বতের অগ্নি| স্রোতে বিনষ্ট পম্পী নগরীর কথা আমা দের হৃদয়ে উথিত হয়, তখন উপরিউক্ত | সংস্কার ভিন্ন আর কিছুষ্ট আমাদের অন্ত: করণে স্থান পায় না। তখন সহস্ৰ যুক্তি | সত্ত্বেও আমরা বুঝিয়া উঠিতে পারি না | যে ঐ সমস্ত ব্যাপার দ্বারা মনুষ্যজাতির অণুমাত্র উপকার সাধিত হইতে পারে। পৃথিবীর অপরিসীম বৃহদাকারের বিষয় পর্যালোচনা করিলে, অত্যন্নমাত্র স্থান ব্যাপী ভূমিকম্পকে অতিঅকিঞ্চিৎকর ব্যাপার বলিয়া প্রতীতি হইতে পারে ; কিন্তু এই যৎসামান্য ব্যাপার হইতেই এক এক বৃহৎ দেশ, শত সহস্ৰ জনাকীর্ণ | প্রধান নগরী, অসংখ্য জীবজন্তু ও অপরিমেয় ধনরাশি রসাতলে বিলীন হইয়াছে। । অতএব অল্পমাত্রস্থানবাপী হইলেও । এরূপ সংহারমূর্ত্তিকে fক প্রকারে সা. মান্য ঘটনা বলা যাইতে পারে ? পক্ষীন্তরে এই সামান্য ব্যাপার দ্বারা ইহাই সপ্রমাণ হয়, যে মনুষ্য অতিমাত্র অকিঞ্চিৎকর পদার্থ। প্রকৃতি যখন ভীষণ মূর্ত্তি ধারণ করিয়৷ নিজ শক্তি প্রকাশ পূর্ব্বক মহুষের দৃঢ়বদ্ধমূল অট্টালিকাসমূহকে ধূলিসাৎ করিতে থাকেন, মনুষ্য হয় ত ঐ অট্টালিকাসমূহের সহিত নিজেও ধূলি সাং হইয়া যায়, নতুবা যদি কথঞ্চিৎ ৷ প্রাণ রক্ষা করিতে সমর্থ হয়, তাহ হই- 1 লেও কম্পান্বিত কলেবরে ও মানমুখে প্রকৃতির সংহারকার্যের প্রতি স্থিরদৃষ্টি | পূর্ব্বক চিত্রাপিতের ন্যায় অবস্থান করে। বাঙনিষ্পত্তি পর্যন্ত করিতে সাহসী হয় না। 1 এরূপ ভীষণাকৃত যমদূতদিগকে মনুষের উপকারক পদার্থ বলিয়া প্রতিপাদন ক রিতে হইলে আপাততঃ উন্মত্তপ্রলাপবং ! প্রতীয়মান হইতে পারে। কিন্তু সূক্ষ্ম- | দৃষ্টির সহিত পর্যবেক্ষণ করিলে পর্যাব । সানে অবশ্যই প্রতীতি হইবে যে যতই কেন অপকারক হউক না, ভীষণ ভূমি কম্পও মনুষ্যের সুমহৎ উপকার সাধন করিয়া থাকে, এমন কি ভূমিকম্প দ্বারা পৃথিবী আবহমানকাল অবধি সমভাবে | রক্ষিত হইয়া মনুষকে আশ্রয়প্রদানপূর্ব্বক বক্ষে ধারণকরিয়া রহিয়াছে। যদি স্বাক্টর _