পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86? • রবীন্দ্র-রচনাবলী তুলিৰ কুহুম স্থজনে মিলি রে— হুখে গাখিব মালা, গণিব তারা, করিব রজনী ভোর ! এ কাননে বসি গাহিব গান, জুখের স্বপনে কাটাব প্রাণ, খেলিব ছজনে মনেরি খেলা রে— প্রাণে রহিবে মিশি দিবস নিশি জাধে। অাধে। ঘুমঘোর ! অতীত ও ভবিষ্যৎ কেমন গো আমাদের ছোট সে কুটারখানি— সমুখে নদীটি যায় চলি, মাথার উপরে তার বট অশথের ছায়া, সামনে বকুল গাছগুলি । সারাদিন হু হু করি বহিছে নদীর বায়ু, বার বার স্থলে গাছপালা, ভাঙ্গাচোরা বেড়াগুলি, উঠেছে লতিকা তায় ফুল ফুটে করিয়াছে জাল । ও দিকে পড়িয়া মাঠ, দূরে দু-চারিটি গাভী छिंवtश्च मर्कैौन एट्रंiश्ब्णকেহৰ! গাছের ছায়ে কেহবা খালের ধারে পান করে স্বশীতল জল । জান ত কল্পনাবালা, কত স্থখে ছেলেবেলা সেইখানে করেছি.ৰাপন—