পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|.কুতকার্য্যতার সহিত র্যাডিকাল মতের পক্ষ সমর্থন করিতে পারিলেন । মন্ত্রিদল আষাঢ় ১২৮২ | জন টার্ট মিলের জীবনবৃত্ত। বেনথামিজম (১) অপবাদ হইতে মুক্ত করা : | তাহার অন্যতর। র্যাডিকাল মন্তকে প্রশ্নস্ততর ভিত্তিতে সংন্যস্ত করা, ইহাকে | স্বাধীনতর আকার প্রদান করা, মিলের জীবনের প্রধান লক্ষ্য ছিল । তাহাঁর এই উদ্দেশ্য কিয়ৎপরিমাণে সংসিদ্ধও হইয়াছিল। সুশিক্ষিত র্যাডিকালদিগকে পালিয়ামেণ্ট বা অন্যত্র কার্য্যে উত্তেজিত করা এবং যাহাতে র্তাহার হুইগদিগের সহিত সমানরূপে রাজ্যের শাসনভার গ্রহণকরিতে পারেন এই জন্য র্তাহাদিগকে দলবদ্ধ । করা তাহার জীবনের দ্বিতীয় লক্ষ্য ছিল । কিন্তু তাহার এই লক্ষ্য প্রথম হইতেই বিফল হয়। সময়ের অননুকূলতা, সংস্কা- | রোৎসাহের হাসপ্রবণতা এবং টোরিদিগের সর্বতোমুখী প্রভূতা—ইহার আংশিক কারণ বটে, কিন্তু উপযুক্ত লোকের অস দ্ভাবই ইহার প্রধান কারণ। এই সময় পালিয়ামেন্টের সভ্যদিগের মধ্যে অনেক গুলি সুশিক্ষিত ও কার্য্যদক্ষ র্যাডিকালমতাবলম্বী লোক ছিলেন বটে, কিন্তু র্তাহাদিগের অধিনায়ক হইতে পারেন, র্তাহাদিগের মধ্যে এমন লোক এক জন ও ছিলেন না । মিলের গভীর উত্তেজনাও উাহাদিগকে সঞ্চালিত | করিতে পারিল না। কিন্তু এই সময় সৌভাগ্যক্রমে একটা ঘটনা সংঘটিত হইল, যাহাতে মিল অসমসাহসিকতা ও পর্যাপ্ত পরিমাণে লিবারেল না হওয়ায় । এই সময় লর্ড ডহাম মন্ত্রিত্ব পদ পরিত্যাগ করেন; কিন্তু তিনি অচিরকাল মধ্যেই | ক্যানাডীয় বিদ্রোহের কারণ নির্ণয় ও অপনয়ন করার ভার গ্রহণ করেন। তিনি । প্রথম হইতেই র্যাডিকাল উপদেশকবৃন্দে পরিবেষ্টিত হওয়ার প্রবণতা প্রদর্শন করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহার প্রথম কার্যাই—উদ্দেশ্য ও ফলে অতি উৎকৃষ্ট কার্য্য সন্দেহ নাই—হোম গবর্ণমেণ্ট নামঞ্জুর করেন ও উলটাইয়া দেন। মুক্তরাং তিনি উক্ত পদ পরিত্যাগ করিয়৷ মন্ত্রিদলের সহিত প্রকাশ্য বৈরভাবে অবস্থিত হন। এক দিকে টোরিগণ (২) দ্বাৰা ঘৃণিত, অন্য দিকে হুইগগণ(৩) দ্বারা অবমানিত,—অথচ অর্থ ও গৌরবে কাহা অপেক্ষাও নূ্যন নহেন-এরূপ অবস্থায় লর্ড ডহঁামেরই র্যাডিকাল দলের অধিনায়ক হইবার সম্পূর্ণ সম্ভাবনা হইয়া উঠিল। डिनि नकन निकु इहैण्डहे नि४.वরূপে আক্রান্ত হইতে লাগিলেন; শত্রুর তাহার কার্য্যের দোষোদেগাষণ করিতে লাগিল, বন্ধুবৰ্গ কিরূপে তাহার পক্ষ সমর্থন করিতে হইবে তাহ জানে না। এইরূপ অবস্থায় ভগ্নমনা ও পযুদস্ত হইয়া তিনি কানাডা হইতে গৃহে প্রত্যাগমন করিতেছিলেন। মিল প্রারম্ভ হইতেই কানেডীয় ঘটনাবলী আলোচনা করিয়া । আসিতেছিলেন তিনি ডর্হামের উপদেশক দিগের উপদেশক ছিলেন; ডহাম ক্যনেডীয় (1) Sectarian Benthamism. (2) Tories. (3) Whigs. o