পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& So রবীন্দ্র-রচনাবলী বীরের জন্বয়ে ছুরিকা বিধানো, শোণিত বহিয়ে ৰায়, বীরের বিবর্ণ মুখের মাঝারে রোষের অনল ভায় { পড়েছে দ্বীপের অফুট আলোক আঁধার মুখের পরে, সে মুখের পানে চাহিয়া বালক দাড়ায়ে ভাবনা-ভরে । দেখিছে পিতার অসাড় অধরে যেন অভিশাপলিখ1, ফুরিছে আঁধার নয়ন হইতে রোযের অনলশিখ1— ঘুম হতে যেন চমকি উঠিল সহসা নীরব ঘর, মুমুমু কহিলা বালকে চাহিয়া, স্বধীর গভীর স্বর— “শোনো বৎস, শোনো, অধিক কি কব, আসিছে মরণবেলা— এই শোণিতের প্রতিশোধ নিতে না করিবে অবহেলা ।” এতেক বলিয়া টানি উপাড়িলা ছুরিকা হৃদয় হতে, বালকে বালকে উছসি আমনি শোণিত বহিল শ্রোতে । কহিল, “এই নে, এই নে ছুরিকা— তাহার উল্পস-’পরে ৰত জিন ইহা ঠাই নাহি পায়