পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مينيينتينيغينيسيتيبستكيسي" --ഷ= আষাঢ় ১২৮২ l | নহে। তাছাদিগের ঈষৎ বিভাতেই | তাহার প্রথম রচনাকে আলোকিত করিয়াছে। তাহার রচনার যে স্থান পাঠ কর দেখিতে পাইবে, তাহার গুণা: বলির সুন্দর নিদর্শন সর্ব্বত্রই বিদ্যমান আছে। , কবি, স্বীয় কল্পনাকোষ হইতে শত সহস্র রত্ন আহরণ করেন ; পণ্ডিত, গ্রন্থাবলি হইতে নানাবিধ মহার্ঘ উপদেশ সংগ্রহ করেন ; কিন্তু আধুনিক উপন্যাস লেখক, দেশ, কাল, ও প্রকৃতির বিশাল গ্রন্থ অধ্যয়ন করিয়া তাহাদিগের সুন্দর চিত্র সকল প্রদান করেন। দেশের আচার ব্যবহার, কালের অবস্থা ও গতি, প্রকৃতির সৌন্দর্য্য এবং মানবের রীতি নীতি, ব্যবহার চরিত্র, ও প্রকৃতির বিশেষ ভাব সমূহের প্রকটন করা উপন্যাসের কার্য্য। এজন্য উপন্যাস-লেখককে, সেরভাণ্টিসের মত নানা দেশ পরিভ্রমণ করিয়া এবং নানা অবস্থায় নিপতিত হইয়া, মানব প্রকৃতিকে বিশেষ রূপ পর্য্যালোচনা করিয়া দেখিতে হয় । তিনি স্কটের ন্যায় কৃষকের কুটীরে বসিয়া কখন বৃদ্ধ পিতামহীর উপকথা আকর্ষণ করিতেছেন । কখন ফিল্ডিঙের সহিত বিচারস্থানে উপবিষ্ট আছেন, অথবা স্কোয়ার-ওয়েষ্ট্ররণের সঙ্গিত মৃগয়ার অত্যয়ে পদার্পণ করিতেছেন। তিনি কখন শ্বলেট এবং কুপারের মত সমুদ্রের রহস্য উদ্ভেদ করিতেছেন, আবার স্থিরচিত্তে স্থিরবালে বন্ধুবান্ধবের সহি চিত্তবিনোদিনী | গৃহ মধ্যে “. . . - - - - S e > সামাজিক স্বথ, প্রেম, ও দয়াধর্ম্মের রসাস্বাদন সম্ভোগ করিতেছেন। তাহার : এই সমস্ত বহুদৰ্শিতার সুন্দর চিত্র সকল । যখন আমরা পরিদর্শন করি, যখন মানবপ্রকৃতির সুন্দর ছবি এবং দেশ কালের "প্রকৃতি পরিদর্শন করি, তখন কি আমরা 1 , জিনো, ক্রিসিপাস, এপিকটেটস প্রভূ- [ তিকে তুচ্ছঙ্গান করিয়া, র্যাসীন, ভলটেয়ার, রিচার্ডসন, স্কট, বোক্যাসিও, মেরিভো, এবং রিকোভিনিকে সহর্ষচিত্তে আলিঙ্গন করিতে উদ্যত হই না ? বাস্ত বিক উপন্যাস যদি প্রতিভাসম্পন্ন ব্যক্তি দ্বারা বিরচিত হয়, তাহা দশনশাস্ত্র অপেক্ষাও উপাদেয় হইতে পারে। তত্ত্ববিং এডাম স্মিথ উপন্যাস রচনার | এই প্রকার সাধুবাদ করিয়াছেন। কথিত আছে, প্রণয় এবং উপকথার সংযোগে উপন্যাসের উৎপত্তি। কিন্তু আধুনিক উপন্যাসে, প্রকৃতি ও সম্ভাবনার সহিত এই উপকথার এ প্রকার সঙ্গতি রক্ষা হয়, যে তাহ প্রায় প্রকৃত ঘটনার আকার ধারণ করে। এই জন্য ফিল্ডিং কহিয়৷ গিয়াছেন,-যে ইতিহাসে ব্যক্তিগণের । নাম এবং ঘটনার সন তারিখ ভিন্ন আর কিছুই সত্য বোধ হয় না, কিন্তু উপন্যাসে मांश ७द१ ऊांद्भिर्थ डिग्न स्रांद्रे भकशहे সত্য । - আধুনিক এই উপন্যাস দুই প্রধান শ্রেণীতে বিভক্ত দেখা যায়। এক শ্রেণী ঘটনাপ্রধান, অপর শ্রেণী রসপ্রধান। ঘটনাযোজনার