পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| بیبیسی So -:

சூ আর্য্যদর্শন | আষাঢ় ১২৮২। তাদৃশ বৈচিত্র্য দৃষ্ট হয় না। ইহাতে | সামান্য সামান্য ঘটনা দ্বারা পাত্র ও পত্নীগণকে এরূপ অবস্থায় স্থাপিত করা হয়, যে তাছাতে তাহাদিগের চিত্তভাব ও স্বভাব বিশেষরূপে প্রকটত হয়। রসপ্রধান উপন্যাসে ঘটনা গৌণ, রস भूथे । अनT ८थौद्र थप ७ई cश তাহাতে ঘটনাপরম্পর আমাদিগের চিত্ত ও কৌতুহলকে অধিকতৰ আকৃষ্ট করে। ব্যক্তিগণের চরিত্র এবং রসবোধ আনু. ষঙ্গিক মাত্র। কিন্তু ইহাতে দেশ, কালের বিবরণ, এবং আচার ব্যবহার সুন্দর রূপে বর্ণিত থাকে। নানাবিধ বর্ণনাও ইহার অন্যতম ধর্ম্ম। এই শ্রেণীর উপন্যাসে কম্পনাশক্তির অধিকতর পরিচয় হয়। রস প্রধান উপন্যাসে যতদূর কবিত্বের আবশ্যক করে, ইহাতে ততদূর নহে। রসপ্রধান উপন্যাসে কল্পনা, মুন্দর সুন্দর সংস্থানের রচনা করিয়া, উপন্যাসকে চমৎকার কবিত্বে পূর্ণ করে। ঘটনাপ্রধান উপন্যাসে কল্পনা, নানাবিধ বিস্ময়কর ও অভাবনীয় ঘটনার সৃষ্টি ও সংযোজন করিয়া আমাদিগের কৌতুহলপূহ শনৈঃ শনৈঃ উত্তেজিত করিতে থাকে। এই সমস্ত ঘটনা-পরম্পরার মধ্যে উপন্যাসসন্নিবিষ্ট পাত্র এবং পাত্রীগণের চরিত্র ও কার্য্য, হৃদয়ভাব ও ব্যবহার কথঞ্চিৎ | डरबाहिड इज़ । बहिशदांबूत विदइभ, | রস-প্রধান উপন্যাসের স্বম্পষ্ট উদাহরণ। | खिदिनानैिौ षट्टैनांथशन डेशनाप्नत्र গোবিন্দ বাবুর কল্পনাশক্তি যে অতি | বলবতী, তাহ সমালোচ্য গ্রন্থে বিশেষরূপে প্রকাশিত আছে। তিনি মনে করিলে ঘটনার উপর ঘটনা রচনা করিতে | পারেন এবং প্রতিমুহূর্তে সহস্ৰ তুমুলকাণ্ড | বাধাইয়া দিতে পারেন। আবার কৌশল পূর্ব্বক প্রতিঘটনার সংযোজন দ্বারা সেই সমস্ত তুমুল ব্যাপারের সমাধান করিতে পারেন। তাহার গ্রন্থে দেখা যায়, কোথ। হইতে মেঘমালা গগণদেশ আচ্ছন্ন করি তেছে, আবার অনতিবিলম্বে কোথ হইতে ব্যাত উথিত হইয়া সেই কাদ. স্বিনীজাল বিচ্ছিন্ন করিয়া দিতেছে । গগণ পরিষ্কার; আবার মেঘাচ্ছন্ন, আবার পরি স্কার। তবু ঘটনাজাল নিবারিত হয় না। সহজে অনর্গলভাবে সমুখিত হয়। যেন | লেখকের কল্পনাশক্তির উর্বরতারই পরিझम्न हिडप्छ। उँलीब्र कृभिएङ शनि श्हे একটি কণ্টক জন্মিতে দেখা যায় তাহ ধর্ত্তব্য নহে । - সমালোচ্য উপন্যাস ঘটনাপ্রধান হই লেও ইহাতে মানবচিত্র এবং হৃদয়ভাব অনেক স্থলে স্বন্দরভাবে প্রকটত আছে । তবে রচয়িতার ক্রটি এই, তিনি যতদূর অভিনিবেশ সহকারে ঘটনাকদং ম্বের সম্বন্ধ রক্ষা এবং স্বত্র প্রবর্ধমান করিয়াছেন, সেরূপ অভিনিবেশের সহিত চরিত্র এবং হৃদয়ভাৰ প্রকটনে যত্নশীল | शङ्गन माहे। किड़ डांश मा श्रण७ | भनझद्धि ७द रुप्रिडाद बनि उँशेछ| cश निकल क्रयड आइ छांशं भधेरै |