পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टैंग्नश्रदज्नछोप्छ ভাবশূন্ত স্তব্ধমুখে কল্পিত গে। নেত্রপাত— এমনি কাটিত দিন, এমনি কাটিত রাত । কেন হেম দেশ ত্যজি আইলাম হt—রে— ফুরাত জীবনদিন চিত্তাহীন ভয়হীন, মরিয়া গো রহিতাম স্থত সে সংসারে— স্বত আশা, মৃত স্থখ, মৃতের মাৰrারে । জাবার নূতন করি জীবনের খেলা আারভ করিতে কি গে। সময় অামার ? ফুরায়ে গিয়েছে যবে জীবনের বেলা প্রভাতের অভিনয় সাজে কি গে৷ অীর } তবে কেন চলিলাম ? সে দিনের যত কথা কেন তুলিলাম ? এখন ফিরিতে নারি অতি দূর— দূর পথ, সমুখে চলিতে নারি শ্রান্ত দেহ জড়বৎ । হে তরুণ পান্থগণ, যেওনাকে আর— শ্রাস্ত হইয়াছি বড়, বসি একবার । ছায়া নাই, জল নাই, সীমা দেপিতে না পাই— অতি দূর— দূর পথ – বসি একবার । “আর কত দূর ?” “ষত দূর হোক, ত্বর চন্স সেই দেশ । বিলম্ব হইলে আজিকার দিনে এ বাজ হবে না শেষ ।” “কোথা এর শেষ ?” “ষেথ হোক নাচ’ তবুও যাইতে হবে— পথে কাটা আছে, শুধু ফুল নহে, তাহাও জানি ও সবে । হয়ত যাইব কুস্কমকাননে, হয়ত যাইব না। — 6tSe