পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবাদ-চর্চা (१२१ চুক্চিসগণ থৰ্ব্বকায় জাতি, যদিও তাহাদের মধ্যেও অতিকায় মানুষ দেখা যায় ; যেমন আমরা একটি স্ত্রীলোককে দেখিয়াছিলাম, সে লম্বায় ছয় ফুট তিন ইঞ্চি । তাহাদের দেহের বর্ণ অমুজ্জল পীত, পুরুষদের রঙ সাধারণত মেয়েদের চেয়ে আরো কিছু ঘোর। মাঝে মাঝে উত্তর যুরোপের অধিবাসীদিগের ন্যায় স্বচ্ছ ও গৌরবর্ণ দেখিতে পাওয়া যায়, বিশেষত স্ত্রীলোকদিগের মধ্যে । २१ তাহাদের চক্ষু কৃষ্ণবর্ণ এবং অনেক সময় চীনদেশীয়দিগের ন্যায় তিৰ্য্যগভাবে সন্নিবিষ্ট । তাহাদের কেশ অঙ্গারকৃষ্ণ ; পুরুষেরা উহা খুব ছোটো করিয়া কাটিয়া রাখে ; স্ত্রীলোকেরা উহা যথেচ্ছ বাড়িতে দেয় এবং কপালের মাঝখানে সিথি কাটিয়া বারো হইতে আঠারো ইঞ্চি লম্ব বিনানী রাখে, তাহ দুই কানের কাছ দিয়া ঝুলিয়া থাকে। মেরু-অধিবাসীদের প্রধান খাদ্য সীলের মাংস ও চব্বি ; তদুপরি যখন পক্ষী, ভালুক ও বলগা হরিণ পাওয়া যায়, তখন তাহারও মাংস ব্যবহার করে । সমুদ্রতীরজাত কোনো কোনো উদ্ভিদের মূল, উইলো গাছের পাতা প্রভৃতিও যথেষ্ট প্রচুর পরিমাণে তাহদের খাদ্যশ্রেণীভূক্ত। পাতাগুলি গ্রীষ্মকালের শেষভাগে সংগ্রহ করা হয় এবং শীতকালে আহার করা হয় । Չե শীতকালে যখন অন্য খাদ্য শেষ হইয়া আসে, তখন গ্রীষ্মকালে যে সকল সীল ও সিন্ধুঘোটক ধরা হইয়াছিল, তাহাদের অস্থি চূর্ণ করিয়া তাহার দ্বারা ঝোল প্রস্তুত হয়, উহা মানুষ ও কুকুর উভয়েই আহার করে। ঐ শেষোক্ত প্রাণী প্রতি গ্রামেই বহুসংখ্যায় বাস করে ; চক্রহীন গাড়ীতে করিয়া স্বীয় প্রভূদিগকে এক স্থান হইতে অন্য স্থানে টানিয়া বেড়ানোর কার্য্যেই তাহাদিগকে প্রধানত নিয়োজিত করা হয়। এই কুকুরগুলি বৃহদাকার না হইলেও অনায়াসে তিন-চারিটিতে মিলিয়। একজন মানুষকে বহুদূরে বহন করিয়া লইয়া যাইতে পারে। কোনো চুকচি যখন তিন শত হইতে পাচ শত মাইলব্যাপী দীর্ঘভ্রমণে বাহির হয়, তখন অনেক সময়ে সে আপনার চক্রহীন যানে আঠারোটা পৰ্য্যন্ত কুকুর জুতিয়া লয় ; উহাদের সাহায্যে সে দিনে সত্তর হইতে আশী মাইল পৰ্য্যন্ত পথ অতিক্রম করিতে পারে।