পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अकूदांन-5र्छ। (లీ(t 8 (t ৪ঠা এপ্রিল তারিখে K— রণক্ষেত্রের পুরঃসীমায় মহাযুদ্ধে নিযুক্ত ছিলেন। আজ ২৬শে জুন, কিন্তু আমি ঐ পূর্বের তারিখের পর আর কোনো সংবাদ পাই নাই । বহির্জগৎ হইতে এমন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হইয়া বাস করা অতিশয় পীড়াদায়ক । মাসে বারেকমাত্র যাতায়াতকারী একটি পালের তরণী ভিন্ন বাহিরের সঙ্গে যোগরক্ষার আমাদের আর কোনো উপায় নাই, উহাও এই যুদ্ধের সময় প্রায়ই অত্যন্ত দেরিতে আসে। ইহা নিদারুণ উদ্বেগের সময় । W— এবং H—ও ফ্রান্সে আছেন বলিয়াই বোধ করি । সংবাদপত্রের মারফতে আমি সৰ্ব্বশেষ যে সংবাদ পাইয়াছি, তাহ ২রা জুনের ; অবস্থা তখন অত্যন্তই আশঙ্কাজনক দেখাইতেছিল । ریا 8 বোধ করি তুমি জান যে, W— টাইগ্রিস তীরে হত হইয়াছেন, এবং G— হাসপাতালে আছেন । তিনি ও F— একজন নৌ-বায়ুরথী সৈনিক হইয়াছেন । তিনিও হাসপাতালে। তিনি সমুদ্রে পড়িয়া গিয়াছিলেন এবং অনেক ঘণ্টা ধরিয়া র্তাহাকে তোলা হয় নাই । কবে যে এই সকলের অবসান হইবে । G— তোমাকে তাহার ভালোবাসা জানাইবার জন্য আমাকে অনুরোধ করিতেছেন । আজ সকালে ডাক লওয়া বন্ধ হইবে এবং তিনি স্বয়ং পত্র না লিখিয়া আমাকেই লিখিতে অনুরোধ করিয়াছেন । ঠিক এখনই তাহার সময়ের অত্যন্ত টানাটানি । 8 A কুরেই খার অধীনে মোগলগণ যখন সেই পূৰ্ব্বতন গৌরবান্বিত এবং প্রতাপশালী স্থং-বংশকে নিয়তই অধিকারচু্যত করিয়া চীন সাম্রাজ্যকে বিদেশী শাসনের অধীন করিতেছিল, তখন ত্রয়োদশ শতাব্দী শেষ হইতেছে। দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটিয়া অবশেষে স্বংদিগের প্রায় শেষ সৈন্যদলও খণ্ড-বিখণ্ড হইয়া গেল এবং সেই বিখ্যাত রাষ্ট্রনীতিবিদ এবং প্রধান সেনাপতি ইয়ান টয়েন শিয়াঙ্গ মোগলদের হস্তে পতিত হইলেন। আত্মসমর্পণের নিয়মপত্র লিখিবার এবং সে সম্বন্ধে স্বদলকে পরামর্শ দিবার জন্য র্তাহাকে আদেশ করা হইল, কিন্তু তিনি আদেশ পালন করিতে অস্বীকার