পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবাদ-চর্চা (? 8S V ა প্রিয়— লগুন কিংবা পারিসের তুলনায় রোমের সাধারণ অবস্থা কী, তাহার একটা আভাস পাইলে তুমি আনন্দিত হইবে, আমি জানি ; কিন্তু তাহ দিতে পারা, কী করিয়া আমার পক্ষে সম্ভবপর ? আমি তোমাকে ইমারতগুলির কথা বলিতে পারি, কারণ সেগুলি আমি দেখি, কিন্তু মানুষের কথা সম্পূর্ণ আলাদা, কেন না প্রকৃতপক্ষে তাহাদের তামি দেখি না—অর্থাং আমি বাহ আকৃতি মাত্রই দেখি, এবং জীবনপথে যতই অগ্রসর হইতে থাকি, ততই এই বাহ আকৃতি হইতে মত গড়িয়া তোলা সম্বন্ধে আমরা সতর্ক হইতে শিথি । যাহা আমার সামনে আসে, তাহাই আমি বর্ণনা করিব ; কিন্তু তোমার উপরে ভার রহিল, তাহা হইতে আপনার সিদ্ধান্ত আপনি করিয়া লইবে । ৩২ প্রথমেই ভিক্ষুকের আমার চোখে পড়ে ; আমি যতটা চিত্র করিতে পারি বা তুমি যতটা কল্পনা করিতে পার, ইহারা তদপেক্ষা ও চীন এবং রুগ্নাকৃতি । তাহার রাস্তায় রাস্তায় সৰ্ব্বদা ঘুরিয়া বেড়ায়, দ্বারে দ্বারে উত্যক্ত করে এবং গাড়ীর চারিদিকে ভিড় করিয়া দাড়ায় ; ইহাতে বিস্মিত হইবার কথা নাই, কেন না রোমে ভিক্ষাবৃত্তি একটা উপজীবিকা । ভিক্ষুকের বিশেষ কয়েকটি আ ডড অধিকার করিবার অনুমতির GŲ oszéft:($IT ÊT-F (TH I Piaza Di Spagna FÈT 5 Trinita ofấTg যাইবার জন্য যে সোপান উঠিয়াছে, তাহার সৰ্ব্বোচ্চ পৈঠায় দাড়াইবার স্থলের জন্য Beppo টাকা দিয়া থাকে । কোনো একজন শ্রমশীল শিল্পী কারিগর যেমন তাহার দোকান ও আয়-সম্বন্ধে গৰ্ব্ব করিতে পারে, নিজের স্থান ও লভ্য-সম্বন্ধে ইহারাও সেইরূপ গৰ্ব্ব করে । (نیاوها সে দিন এক ভদ্রলোক-সম্বন্ধে আমি এক গল্প শুনিয়াছি ; তিনি কিছুকাল রোমে থাকিবার পরে একজন ইটালীয় ভূত্য ভাড়া করিলেন ; সে খুব ভদ্র ও কাৰ্য্যদক্ষ । তাহার মনিব যখন নগর ছাড়িয়া চলিয়া গেলেন, কেবল তখনই লোকটি তাহার সে চাকরী পরিত্যাগ করিল। কিছুকাল পরে ভদ্রলোকটি রোমে ফিরিয়া আসিলেন এবং দেখিলেন, তাহার সেই পূৰ্ব্বতন ভৃত্য পথে পথে ভিক্ষা করিতেছে। ইহা তাহার