পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s b シ তন্মধ্যে সেইরূপ আনন্দ স্রোত হিন্তে থাকে। শীত ঋতুর ঈষৎ শীতল দ্বায়ু বহিয়া সেই স্রোতকে ছিল্লোলিত করিতে থাকে। দুর্গোৎসবের আনন্দ পল্লীগ্রামে। গ্রাম্য বঙ্গধাম এখন একছত্র হয়। ধনা, বিত্ত ও কৃষক ; যুবক বৃদ্ধ ও বালক ; শত্রু মিত্র ও অপরিচিত ; স্বজন, আত্মীয় ও কুটুম্ব সকলেই দেখ,গ্রামে গ্রামে নববেশে আর্যদর্শন | মধ্য- | = - ভাদ্র ১২৮২ দিগের বাটতে পূজা, তাহার একেবারে উৎসবে মত্ত হয়। পরস্পরের পূজা ও | | আয়োজন, সম্ভাষণ ও শিষ্টাচারের প্রতি পরস্পরের দৃষ্ট থাকে। একের আনন্দে অন্যে আসা যোগী এবং পরস্পরকে মুখী করে। নগরে সে ভাব কোথায়! ছর্গোৎসবের আনন্দ-গৃহধামে। এই উপলক্ষে যে আত্মীয় স্বজনগণ এক গৃহে I ও নবভাবে, আনন্দে এবং উৎসবে প্রমত্ত হইয়াড়ে। সকলেই আসিয়া একত্রিত হইয়াছে, এবং সকলেই পরস্পরের সহিত | সদালাপ ও সম্ভাষণ করিতেছে। নিমস্ত্রণ, আমন্ত্রণ, আহবান, ভোজন ও পরিবেশনে সকলেই সুখী হইতেছে। পল্লী| গ্রামবাদিগণ যেরূপ সরলহদয় ও সম্ভাব সম্পন্ন, নগরবাসিগণ মেরূপ হে। নাগরিকগণের অহঙ্কার পল্লীসমাজবে, আজিও তত স্ফোটকবং স্ফীত করে নাই। | সেখানে গৃহস্থ, ধনী, নিধনী, কৃষক ও ক্ষেত্রস্বামী সকলেই সকলকে সরল তার সহিত আহবান করে, সদ্ভাবে সম্বোধন করে এবং নিকটে ডাকিয়া সম্ভা: ষণ করে। এজন্য পূজার সময় পল্লীগ্রামে বড় সুখ। সেখানে গৃহের বাহিরে যাইতে | ইচ্ছা করে, সকলের সহিত মিশিতে ইচ্ছা করে এবং সকলের সহিত আলাপ করিতে | ইচ্ছা করে। পল্লীগ্রামে এক श्रृश् পূজা | হুইলে তাহাতে সমস্ত পল্লীগ্রামবাসিগণের পূজা বোধ হয়। নগরে এরূপ ঘটে না। পল্লীগ্রামে দুই দশ ঘরে পূজা আসিলে, -ya مخين একত্রিত হন, এইটি বড় সুন্দর ব্যবস্থা। কার্য্যগতিকে এক পরিবারের কত জন কত স্থানে সংসারের জটিল পথে বিক্ষিপ্ত হইয়া আছেন, পারিবারিক বন্ধন হইতে বিচ্ছিন্ন হইয়া আছেন, এবং দূরস্থ থাকাতে অনেকের স্নেহ, মমতা ক্রমশ: হয় তো ই সি হইয়া যাইতেছে। বৎস রাস্তে পৈতৃক ভূমিতে একবার একত্রিত হইলে আবার স্নেহ মমতার উদ্রেক श्%,- निषिण बकन बनौड्रड श्य, আবার এক পরিবার বলিয়া সকলের | আত্মীয়তার বৃদ্ধি হইতে থাকে। পারিবারিক প্রণয়ে আবার সকলেই পরস্পরকে বার আত্মীয় স্বজনগণ একাত্মা হইয়া যান। সহোদর ও সহোদরীগণ আর একবার জনক জননীকে দেখিয়া এক প্রণয় ও আত্মীয়তা স্বত্রে সম্বন্ধ হন । সম্বন্ধীয়গণ আর একবার জ্ঞাতীয়ত্বের একতা অনুভব করেন ; আর একবার এক বংশীয় ভাবিয়া সকলে পরস্পরকে আপ আর আনন্দের সীমা থাকে না । যাহাঁ- - আলিঙ্গন করেন। আর এক বার পূর্ব | কালের গৃহমুখ মনে পড়ে। আর এক সাক্ষাৎ } |