পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনায় । ২৩৭ ঋতু সকলের মধ্যে বসন্ত যেমন । কালের মধ্যেতে হয়, তেমনি এই সময়, রসময় বন উপবন ॥ মরি স্বভাবের ভাব কিবা সুললিত । প্রমোদে মোহিল মন, বহে মন্দ সমীরণ, তরুগণ তাহে আন্দোলিত ॥ তারা যেন ঘুম্ ভেঙে উঠিল জাগিয়া । কিন্তু ঘোর ভাঙে নাই, মস্তক চুলায় তাই, নিজ নিজ শয্যায় বসিয়া ॥ চারু। ই । নীল । আহ! সখি ! দেখলো কি শোভা মনোরম ৷ উদয় অচল পরে, প্রসূতী কাল উদরে, দিনকর লইলা জনম ৷ শৈশব স্বভাব তাই রক্তিম। বরণ । এই ঘটনা মঙ্গলে, আনন্দের কোলাহলে, পরিপূর্ণ হইল ভুবন ॥ সবে মিলি দেখ সই করে শুভবাদ । পিকুগণ লাকে লাকে, হুলু দ্যায় বঁাকে বাকে, মধুকরে করে শঙ্খনাদ ॥