পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Qb" রবীন্দ্র-রচনাবলী উপস্থিত হইল যে, তিনি অসংখ্য জগৎ আছে বলিয়া শিক্ষা দিয়াছেন । Piazzo Campo di Fioreতে ১৬০০ খ্ৰীষ্টাব্দে তাহাকে পুড়াইয়া মারা হয়। গ্যালিলিওর সমসাময়িক ব্যক্তিদিগের মধ্যে গ্ৰহগতির নিয়ম আবিষ্কারক কেপলারই সর্বপ্রধান ছিলেন । ঐ নিয়মগুলি নিউটনের মহত্তর আবিষ্কারের পথ সুগম করিয়া দেয় । N o VO কেপলার নিন্দিত ও কারারুদ্ধ হন এবং তাহার মত সকলকে বাইবেলের মতের সহিত সঙ্গত করিতে হইবে বলিয়া তাহাকে সতর্ক করিয়া দেওয়া হয় । তৎকালপ্রচলিত যাদুবিদ্যায় অন্ধবিশ্বাস হইতে কেপলারের জীবনের এক অতি ভয়ানক অভিজ্ঞতা উদ্ভব হয়। তাহার মাসি ও মাকে ডাইনি বলিয়া অভিযুক্ত করা হয়, এবং তাহাদিগকে পুড়াইয়া মারিবার দণ্ডাজ্ঞা দেওয়া হয়। কেপলারের অক্লান্ত চেষ্টার ফলে এবং শক্তিশালী বন্ধুদিগের প্রভাবে তাহার মাতা রক্ষা পান, কিন্তু বর্ষাধিক কারাবাসকালে তিনি যে যন্ত্রণ ভোগ করিয়াছিলেন, তাহার ফলে কয়েক মাস পরে তাহার মৃত্যু হয়। কেপলারের মাসিকে দাহন-যুপে পুড়াইয়া মারা হয়। Σ ο 8 ধনী হইবার চেষ্টা ব্রহ্মীর নাই । ধন কামনা করা তাহার স্বভাবসঙ্গত নহে, এবং যখন সে তাহ পায় তখন তাহ জমাইবার চেষ্টা করাও তাহার প্রকৃতিবিরুদ্ধ। প্রাত্যহিক অভাবের পক্ষে যাহা যথেষ্ট, তদতিরিক্ত অর্থের মূল্য আহার কাছে বেশি নহে । জমির পরে জমি এবং টাকার পরে টাকা বাড়াইয়া তুলিতে সে খেয়াল করে না, এবং তাহার টাকা আছে এই ঘটনাটুকুমাত্র তাহাকে কোনো সুখ দেয় না। টাকা দিয়া যেটুকু কেনা যাইতে পারে, টাকার মূল্য তাহার কাছে কেবল সেইটুকু। যখন তাহার সামান্য অভাব পূরিয়া গেল, নিজের জন্য যখন একটি নূতন রেশমের কাপড় কেন এবং স্ত্রীকে একটি সোনার বালা দেওয়া হইল, যখন গ্রামসুদ্ধ সকলকে নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে যাত্রাগান শুনাইয়া আমোদ দেওয়া সারা হইল, তখন, কখনো বা তাহার পূর্বেই,-—সে তাহার অবশিষ্ট টাকা দানে খরচ করিয়া ফেলে। У o Č পূৰ্ব্বে যাহা কিছু আমি মন্দ এবং হীন বলিয়া মনে করিতাম, চাষীদের গ্রাম্যতা, মোটা ভাত, মোট কাপড়, সাদাসিধা রকমের বাসস্থান ও চালচলন,—এ সকলই আমার চক্ষে ভালো এবং মহৎ হইয়া উঠিয়াছে। যাহা বাহত আমাকে অন্য সকলের