পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমবনাথ । ఫి $ఫి হোক। ও মা ! হেদে আবার এ দিকেও যে চখের জল পোড়চে দেখি ! ও ঠাকুরপো! তুমি যার জন্যে কাদচ তাকেই কাদাঙ্গে ? সুসাব । বটে ? আমার কান্না দেখে কঁদিচেন ? তবে এই যে আমি চুপ্‌ করিচি । ( চাদরে অশ্রু মোচন ) আমি ওঁর কান্না দেখতে চাইনে, আমার কান্না দেখলে যে উনি কাদেন এই জানতে পাল্লেই আমার আর কঁদেবার কারণ নেই । নীল। এ কি অনাস্বষ্টি ! পরস্পর দেখা শুনা হয়ে কোথায় সুখ হবে, তা না বিপরীত ? এ ষে তোময় মুসলমানের মহরমের আমোদ কোলে দেখি, কেঁদে আর বুক চাপড়ে । ( অঞ্চল দ্বারা চারুর অশ্রু মোচন ) স্বসার । ( চারুকে অবগুষ্ঠিতা দেখিয়া ) তবে আর আমার কি লাভ হল ? ছোট বউ ঠাকরুণ ! আপনি বোল্লেন যার জন্যে তোমার প্রাণ যায় তিনিই এই । শুনলেম বটে, কিন্তু দেখতে পেলেম না । নীল । ও মা সত্যিই বটে ! অবাক! সুই, তুমি একেবারে যেন কলা বউয়ের মত কাপড় চোপড় কেঁপে যুপে মাথাটি ছেট কোরে দাড়িয়ে পায়ের বুড় আঙ্গুল দিয়ে মাটি খুঁড়তে লাগলে ষে ! নিতান্ত কলা বউ হলে চলে না, একটু জয় বিজয়ী গতিক চাই। চারু। (নীলনলিনীকে সম্মুখে টানিয়া লইয়া তাহার স্বন্ধের উপর দিয়া দৃষ্টি) এই ন্যাও ভাই। তোমাকে আঁটা যায় না । ( পুনরায় নীলের পশ্চাতে মুখ লুক্কায়িত ) সুসার । ত অtছ, আমার পক্ষে এই যথেষ্ট । যেন আশ্রয়হীন, লতার মত আমি এত দিন ভূমিলুষ্ঠিত হোচ্ছিলেম, এক্ষণে বৃক্ষমূলের অtশ্রয় পেলেম । চারু । সই! এ কথাটা বড় ভাল বোধ হোচ্ছে না আমার। লতা প্রথমে তরু মূলের আশ্রয় নিয়ে থাকে বটে, কিন্তু পরে বেয়ে উঠে তার