পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । えを 。 वर्छ १ॉर्डांझ । মতিলাল দত্তের বৈঠকখানা । গ্রেহাম সাহেব, বিবি গ্রেহীম, এবং মতিলাল দত্ত । সাহেব। কেমন বাৰু! ও কার্য্যট আর কিছু এগিয়েচে না সেই পর্য্যন্তই আছে ? মতি। কোই ? তার পরে তো আর কিছু সন্ধান পাই নি। ত৷ আমি শিথিলপ্রযত্ন হই নি। পরস্থ নীলনলিনীকে আবার চিঠি লিখিচি, তার উত্তর পাই নি । , বিবি । এটাতে আমাদের অন্তঃকরণ বড় ব্যস্ত হয়েচে । সাহেব তো রাত দিন ভাবেন । উনি ঐ ছেলে মেয়ে ষ্ট্রটকে আপনার সন্তান জ্ঞান করেন । সুশীল যাওয়ার দুঃখেতে প্রায় পড়া বন্দ হয়েচে ; কিন্তু উনি ঐ মেয়েটিকে দেখবার জন্যে রোজ একবার কোরে ওখানে যান। আমাদের উভয়েরই ওকে দেখলে বড় দুঃখ হয় । # 多 মতি । আপনাদের দুঃখ তো হবেই। একে তো ঐ সস্তান দুটির দ্বিতীয় পিতা মাতার স্বরূপ আপনার ? তাতে আপনাদের বিবাহের নিয়মগুলি অতি উত্তম । তবে কোন কোন অংশে সীমাতীত শিথিল, তাও বোলুতে হবে। এই উপায় অবলম্বন কোরে অনেক প্রতারক অনেক ঋজু স্বভাবের স্ত্রীলোককে এককালে দুঃখের হ্রদে নিমগ্ন করে! যাই হোক, তবু তাও স্বীকার, কিন্তু আমাদের দেশের এই যে বিধবা নিবন্ধন, এটা মনুষ্যত্বের বিপরীত । ( গোকুল দাসের প্রবেশ ) গোকুল । একজন নোক এই পত্রখানা দিয়ে গেল, আর আপনাকেই পোড়ে দেখতে বোললে । ( পত্র দান )