পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| সিনি মনে করিলেন—এ কার্ঘ্যে তাঁহাকে | নিযুক্ত না করিয়া উক্ত সৈনিক পুরুষের | সহিত পরিচিত কোন ব্যক্তিকে নিযুক্ত করাহইল না কেন?-এরূপ প্রশ্ন জিজ্ঞাসা | করা অনাবশ্যক। সুতরাং তিনি দ্বিীক্তি | না করিয়া এই কার্যের ভার গ্রহণ করি লেন । তথায় যাইবার পূর্ব্বে ম্যাট্রসিনির মনে যেন দৈবীশক্তি বলে কোন ভাবী | অনিষ্টের আশঙ্কা উপস্থিত হইল. তাহার মনে বোধ হইল যেন তিনি কারারুদ্ধ জোসেফ ম্যাসিনি ও নব্য হইবেন। এই জন্য তিনি জননীর পত্রের অভ্যন্তরে রফিনিদিগকে এই মর্ম্মে এক পত্র লিখেন এবং অনুরোধ করেন, যে যদি তিনি যথার্থই কারারুদ্ধ হন, তাহা হইলে র্তাহারা যেন জননীর শোকাপনোদন করিতে চেষ্টার ক্রটি না করেন। তাহার আশঙ্কা ফলবতী হইল। তিনি निर्किंडे দিবসে উক্ত হোটেলে উপস্থিত | হইলেন। গৃহমধ্যে প্রবেশ করিবার সময় একটাঘরে প্যাসানো(৩)নামক উক্ত সম্পূ: দায়ের এক জন সভ্যকে দেখিতে পাই |লেন। কিন্তু প্যাসানো এরূপ ভঙ্গি করিল |যেন তাহাকে চিনিতে পারিল না। , |. डिनि কটিনের বিষয় জিজ্ঞাসা করায়, | একজন অঙ্গুলি নির্দেশ পুর্ব্বক, কটনকে দেখাইয়া দিল। কটন দেখিতে খর্ব্বা|কৃতি, তাহার চকুৰ সংপ্লবমান। তাহার | আকৃতি দেখিয়াই যেন মাইসিনির মনে { কোন অম্লখের ভাব উদিত হইল। কটন


ইতালি। ২২ ফরাশি ভাষায় কথাবার্তা আরম্ভ করিল। ম্যাটুসিনি নির্দিষ্ট সঙ্কেত দ্বারা কটনকে জানাইলেন যে তিনি একজন সাম্প্রদায়িক ভ্রাতা এবং বলিলেন যে তাহার আগ মনের উদেশ্য বোধ হয় তাহার অবিদিত - নাই। কটন কোন উত্তর না করিয়া | তাহাকে নিজ শয্যাগৃহে লইয়া গেল এবং তাহার সম্মুখে জানুপরি বসিল। তদনন্তর 1 ম্যাট্ সিনি নির্দিষ্টনিয়মানুসারে যষ্টি হইতে o অসি নিস্কোশিত করিয়া যেমন তাহাকে শপথ উচ্চারণ করাইতে যাইৰেন, অমনি । শয্যাপাশ্বস্থ-প্রাচীর-সংলগ্ন একটা গৰাক্ষ: | দ্বার দিয়া একটা অপরিচিত মুখ তা হার নয়নপথে পতিত হইল। সেই অপরিচিত। মুখ ক্ষণকালের জন্য ম্যট্‌সিনির প্রতি কঠোর দৃষ্টিপাত করিয়া গবাক্ষদ্বাৰ পাতর" পূর্ব্বক অন্তৰ্হিত হইল। কটন, যেন | ইহাতে লজ্জিত হইল এবং ম্যাট সিনিকে এবিষয়ে উদ্বিগ্ন হইতে বারণ করিল ; - এবং বলিল যে ঐ ব্যক্তি তাহার বিশ্বস্ত ভূত ই আৰু কেহই নাই; আর গবাক্ষ | बांब झझ कविहङ डूजिब्रां शां७ब्रांद्र खना | যে অপরাধ হইয়াছে তজ্জন্য ক্ষমা প্রার্থনা | অবশেষে দীক্ষাকার্য সমাপ্ত}: হইলে, কটন বলিল যে সে অচিরাৎ করিল। কিছুদিনের জন্য নাইছ (১) গমন কব্লিবে, তথায় সেনামধ্যে সে অনেক কার্য্য করিতে পারবে। কিন্তু নিজ স্বরণ | শক্তির উপর তাহার কোন বিশ্বাস নাই ; এই জন্য জাহার প্রার্থনা সৈনিক পরিচ্ছদে আবৃত ছিল না। সে । ‘. . . . . . ot. |: (3) Passano. ::::::: डिनि "|