পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

을있는 অমরনাথ । মতি । ( ঈষৎ হস্যের সহিত ) এই নীলনলিনীর উত্তব। দ্যtখা যাক কি পর্য্যন্ত হয়েছে। (পত্রপাঠ) “ মহাশয় ? আপনার অনুমতি মতে আমার প্রিয সর্থী শ্রীমতী চারুকমলেব পরিণয় সম্বন্ধে তাহার অভিপ্রায় অনুসন্ধান করিয়া জানিলাম যে র্তাহীর মত আছে । আর আপনি ষে পাত্রেব কথা উল্লেখ করিয়াছিলেন, সে পত্রে র্তাহার অসম্মতি দূরে থাকুক, তিনি এক কালীন স্থিবকল্প হইয়াছেন ষে, যদি ঐ পাত্রের সহিত ঘটনা হয়, ভাল, নচেৎ অনন্যগতি । পরন্তু আপনি লিখিযাছেন ষে তাহাব মাতব মত হইয়াছে। অতএব আমার বিবেচনায শুভস্য শীঘ্রং এই বিধিটি ব্যবহারে পরিণত করিবার স্থল এমন আর সম্ভবে না । আপনাকে অমাব বাহুল্য বলতে অপবাধ হয় । আপনার আজ্ঞাধীনী নীলনলিনী ।” আহা ! বড় সুখের সংবাদ । বিবি। আমি ষে কি খুশি হইচি তা বোল্‌তে পাবিনে। ( সাহেবের প্রতি দৃষ্টি করিয়া পুনরাব মতিলালের প্রতি ইঙ্গিত) মতি । (সাহেবের প্রতি দৃষ্টি করিয়া ) ওটাকে আনন্দধারা বলা ফায় । সাহেব । (স্বগত) সুদ্ধ তা নয়, এতে অনেকগুলি ভাব একত্র, কিন্তু সে যে কি তা আমি নিজেও এক্ষণে বোল্‌তে পারিনে। (প্রকাশ্য) তবে আর কি? আপনি তবে পত্রের মর্মানুযায়ী কার্য্যে প্রবৃত্ত হোন । মতি। তার আর সন্দেহ ! আহা, নীলনলিনী মেয়েটি যেমন মুশীলা, তেমনি বুদ্ধিমতী । ও না থাকলে এ ঘটনা হওয ভার স্তৃত । কার সাধ্য যে চারুকমলের কাছে এ কথা উল্লেখ করে । সে তো এ দিকে ঐ বালিকা,