পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘Hungry Stones and Other Stories' (>>Se) ofto সংকলিত । "গোপন রাজদগুপাত'– নবেম্বর ১৯১১ সালে পূর্ববঙ্গ-আসাম সরকার এক গোপন ইস্তাহারে শাস্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়কে সরকারী কর্মচারীদের পুত্রদের পক্ষে অনুপযোগী বলে ঘোষণা করেন । এই সম্পর্কে মডার্ণ রিভিযু, ফেব্রুয়ারি, ১৯১২ এবং Myron H. Phelps এর বিবৃতি, অমৃতবাজার পত্রিকা, ২, ফেব্রুয়ারি ১৯১২ দ্রষ্টব্য । পত্র ১৪ । ‘দৌহিত্রের', —নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (১৯১১-১৯৩২) ‘রূপ ও অরূপ’—প্রবাসী পৌষ ১৩১৮তে মুদ্রিত। ‘হেমলতা বৌমার কবিতাটি’—কবিতাটি 'মহান’, প্রবাসীর উপরিউক্ত সংখ্যায় মুদ্রিত । পত্র ১৫ । ‘ধর্মশিক্ষা প্রবন্ধটি —সিটি কলেজে একেশ্বরবাদীদের সম্মিলনীতে ১১ পৌষ সকালে এটি পঠিত হয় এবং ‘তত্ত্ববোধিনী', মাঘ ১৩১৮ সালে মুদ্রিত হয়। পরে এটি পুস্তিকাকারে পুনমূত্রিত ও সঞ্চয়' গ্রন্থে সংকলিত হয় । পত্র ১৬ । ‘বড়দিদির লেখা"--রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভগিনী সৌদামিনী দেবীর লেখা পিতৃস্মৃতি প্রবাসী, ফাল্গুন ১৩১৮ সালে মুদ্রিত হয়। ‘ধর্মের অধিকার’ ও প্রবাসীর উক্ত সংখ্যায় মুদ্রিত হয় । পত্র ১৮ । 'আমার মেয়াদ যাইতে হইবে ।" এই অনবকাশের কারণ, – এই বৎসর ১৯ মার্চ তারিখে কবির বিলাত যাত্রা স্থির হয়েছিল । শারীরিক অসুস্থতার জন্য এই যাত্রা পও হয়। পরে ২৪ মে তিনি বিলাত যাত্রা করেন । প্রসঙ্গত উল্লেখযোগ্য, কবির 8 ¢ ግ