পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ (R 8 অমৰনাথ । কমল । আমি তে আপনাকে পূর্ব্বেই বোলিচি যে যাব সস্তান, আর আমি নিজেই যার দাসী, তার অনুমতি যখন ভাব স্বাক্ষবে আপনি দেখিয়েছেন, তখন অব আমার আমতের বিষয় কি ? বিশেষ যখন আমি মহামুনি পৰাশবের গ্রস্থেব মত জেনেছি, তখন কোন বড় লোকই হোন, অীর পণ্ডিতই হোন, আমি আর কীবো কথা শুনিনে । মতি । তা বটেই তো, যে কর্ম্ম বিচািবসঙ্গত, আর ধর্মশাস্ত্রেব বিপরীত না হয় সে কর্ত্তব্য ; যে কর্ম্ম বিচাব ও শাস্ত্র উভয সঙ্গত, সে অবশ্য কর্ত্তব্য ; ষে কর্ম্ম বিচার ও শাস্ত্র উভয় সঙ্গত, আবার স্বভাবসিদ্ধ, সে প্রাণপণে কর্ত্তব্য ; অর্ণব তা না কবা মহাপাতক । কমল । তা আমার আর কোন কথা নেই, আমি এক বার সেই পত্রিটি দেখতে চাই । সাহেব। অবশ্য ! তাতে অব কথা কি ? কিন্তু তাকে দেখলিই আপনার মনোনীত হবে । কি জানি কেমন ঘটনা, আপনাব সুশীলেব মত তাব অবয়বে অনেক লক্ষণ আছে। ওষ্ঠ দুটি আর চক্ষু, এ তে ঠিক। আবাব সুসাবও যখন কোন বিষয চিন্তা করে, তখন ঐ চারু সুশীলেব মত ঈষৎ জ ভঙ্গীর সহিত আড় দৃষ্টিতে চেয়ে থাকে। তবে বর্ণটা শ্যামবর্ণ বটে, কিন্তু তাতে ওকে এমনি মানিয়েছে যে, সে জন্যে কিছু ক্ষুৎ এমন মনে হযন । বিবি । এই যে সুসার বাবু। ( সুসারময়ের প্রবেশ ) মতি । ( সুসারের প্রতি ) চারুকমলেব মাত ঐ দ্বারের আড়ালে বোসে আছেন । স্বসার । ( নেপথ্যের স্বাবে ভূমে শির নত করিয়া প্রণাম ) কমল। পরমেশ্বর তোমাকে স্ব-মতে সু-পথে অব সুখে রাখুন l তোমার ঘরে আর কে আছেন ? তোমার মা আছেন তো ?