পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । २ ¢¢ সুসার । আজ্ঞে ই, সুদ্ধ তিনিই আছেন, আমীর নিজ সংসারে আর কেউ নেই। তবে আমার মাসী ঠাকুরুণ, আমার মাসতুত ভাই, তার পরিবার, এদের আমিই যত্ন কোরে রেখেছি, ঐ বাড়ীতে প্রায় তাদের বাস কববার মতই হয়েছে। কমল। তোমার মাসতুত ভাইয়ের পরিবার কোন দেশের মেয়ে,— পূর্ব্ব দেশী নয় তো ? সুসার। অজ্ঞে না, তিনি এই আপনাদেরই এই পল্লীর । মতি। এই আপনার চারুকমলের সই, যা বোল্‌লে এক কথাতেই বুঝতে পাববেন । d কমল । আমাদের নীল ? আহা তবে তো আমার বড় সুখের বিষয়ই হল । তবে বিধাতা আমার প্রতি একেবারে বাম হন মি । আমার চারু অর্ণর নীল এর সহোদর অপেক্ষা অধিক । এদের এমনি মিল, যে কে চারু, কে নীল, তা যেন ওরা তুলে গিয়েচে । চারুর গায়ে একটা আঘাত লাগলে নীল আগে উহু কোরে ওঠে, আবার নীলের একুট দুঃখের ঘটনা হলে চারুর অশ্রুপাত আগে হয । আহা আমার যেমন বাসন তেমনি ঘটনা । তা বাবা, তোমার নিজ বাড়ীতেই তো পুষ্করিণী আছে ? আর খিড়কিটি ভাল ঘেরঘোরা তো ? - স্বসার। আজ্ঞে স্থা, তা বাড়ীর সম্মুখে পশ্চাতে পুষ্করিণী, খিড়কিতে বাগান, খুব উচ্চ প্রাচীরে ঘেরা। কমল । তৰেতো উত্তমই । তা তুমি যে এই কাজটি কোচ্ছ, এ তোমার মার মতেব বিপরীত নয় তো ? সুসার। না তা নয়। তা কি আমি পারি? এ বিষয়ে আপনার যেমন মত, তারও তেমনি । কমল । এ আমার বড় আছাদের বিষয় । কিন্তু আমার অীর একটি