পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象&* . `यभङ्गंनं । অষ্টম গর্ভাঙ্ক । কমল বাসিনীর বাসগৃহ, কমলবাসিনী আসীনা। কমল। গোপীনাথ আস্চে না কেন ? সে যে সেই সন্ধার সময় দু পয়সার তামাক আমৃতে যাই বোলে গেল, আর যে এখনও ফিরল না ! রাত দশটা বেজে গেছে এগারটার অমিল। জ্যোৎস্না অস্তে গেছে। কেউ কোত্থাও নেই। দুরে কাছারপাড়ার নিকটে একটা কুকুর ডাক্‌চে। এ ডাকুটি এমনি গভীর যেন বড় গভীর ইদারায় ঢেলা ফেলচে। আমার গাটাও ভার ভার বোধ হোচ্চে। অtঃ ! গোপীনাথ যে এখনও আসে না । সেই বোসে সমস্ত রাত জাগে । আমার চারু ষে পর্য্যন্ত আমার ঘর শূন্য কোরে গিয়েছে, সেই পর্য্যন্তই তো আমারও নিদ্রে গিয়েচে । ত৷ গোপীনাথ আমার মনের দুঃখ বুঝে চৌপরট। রাত জাগে আর বড় বড় কোরে গল্প করে, আমার অনেক সাহস থাকে আজি সে কোথা গেল ? সে তো কোত্থাও থাকুবার লোক না। এক সে না থাকৃত, তাও এক রকম—ঐ আসচে, ঐ শব্দ পাওয়া গেছে । ( কিয়ৎকাল স্তন্ধ থাকিয় ) ওম কোই ? কিছুই যে দেখিনে ? একটু শব্দ হোচ্ছে আর আমার বোধ । হোচ্ছে গোপীনাথ এল । ভবে আর এল না । আমি কেমন কোরে এ রাত কাটাব ? ( গালে হাত দিয়া চিন্তা ) এই--এইবার নিশ্চয়ই এসেচে। রাম ! বঁচে গেল। (সাবধানে বস্ত্রের দ্বারা শরীর আবৃত করিয়া উপবেশন) এবার ঠিক মানুষের পায়ের সাড়া দুপ দুপ কোরেচে। ( কিয়ৎকাল স্তন্ধ থাকিয় ) আসে না কেন ? ঐ খেনে বুঝি কি জন্যে দাড়িয়েছে। ও গোপীনাথ ! গোপীনাথ ! ও গোপীনাথ। ওমা কোই ? এ কি বিপদ! এবার তে পষ্টই মানুষের সাড়া !