পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রয়ের জন্ত । “দুইটি লেখা’ — লণ্ডন যাত্রার পথে জাহাজে ১৬ জ্যৈষ্ঠ লিখিত ‘জলস্থল’ এবং জ্যৈষ্ঠ ১৩১১-এ লিখিত ‘দুই ইচ্ছা’ শ্রাবণ ১৩১৯ সালে প্রবাসীতে মুদ্রিত হয়। পত্র ২৯ । ‘পাঠসঞ্চয়'—১৩১৯ সালে ব্রাহ্মমিশন প্রেসে অবিনাশ সরকারের দ্বারা মুদ্রিত ও প্রকাশিত। এটি ১৯, ২ •, ২৩ ও ২৪ সংখ্যক পত্রে উল্লিখিত পাঠ্যবই । বইটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিক পরীক্ষার অন্ততম বাংলা পাঠ্যগ্রস্থরূপে নির্বাচনের জন্য পেশ করা হয়, কিন্তু অমুমোদিত হয়নি । ‘স্বরুলের বাড়িটি’—বাড়িটিকে কুড়ি হাজার টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল । গৃহপ্ৰৰেশ হয় ১ বৈশাখ ১৩২১-এ । পরে শিলাইদহস্থিত রথীন্দ্রনাথের কৃষি-গবেষণাগারটি এখানে স্থানান্তরিত করা হয় । এটি বর্তমানে শ্রনিকেতনে বিশ্বভারতীর গ্রামোন্নয়ন বিভাগের কেন্দ্র । ‘গীতাঞ্জলির • • • হইয়াছে’ । রোটেনস্টাইন অঙ্কিত কবির প্রতিকৃতিসহ ইংরাজি গীতাঞ্জলি ইণ্ডিয়া সোসাইটির উদ্যোগে ১৯১২ খৃষ্টাব্দে প্রকাশিত হয় । এর আখ্যাপত্রটি নিম্নরূপ : 8ψ&