পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ২৫৯১ ষাঁড়ে । ( নেপথ্যে ) গুপীনাথ না আমি । আমি এলেম একটা কথার জন্যে । ভাল ছোট বউ ! ভাল যাই হোক। আমার নামে নানান জনে নানান কথা কোয়ে তোমাদের কাণ ভারি কোরে দ্যtয় । তা বোলে তেt আমার নাড়ীর টান কোত্থাও যায় না। আমাকে তোমরা মুক্‌ধুই বল, আর বজ্জাতই বল, আর হারামজাদাই বল। আর তোমরাই যেন বড় ধার্ম্মিক, বড় লিখুনে পোডুনে। তা ভাল, আমার ভাইঝিটির বিয়ে হল, তা আমি একবার জানবারও পাত্ত রি হলেম না ? এতুই কি আমি তোমাদের শত্তর। এ সব কম্মে বাড়ীতে একটা চাকর থাকলেও তাকে একবার বোলতে হয়। * কমল । ( স্বগত) ও বাপু ! একি ? ইনি এত দিনের পর এত রাত্রে এসে এ কাছুনির পালা গাইতে আরম্ভ কোল্লেন কেন ? ইনি আবার কারণও কোরেছেন, কথা আড়িয়েছে। আমার তো বড় ভয় হল । . এ বিবাহের কথা তো কোন কথাই নয়। ( প্রকাশ্য ) যদি আর কেউ এখানে থাকত তবে আমি এর উত্তর দিতেম। আপনার সঙ্গে তো আমার উত্তর প্রত্যুত্তর চলে না ; আপনার সঙ্গে আমি আর কখনও কথাও কইনি। তা কাজেই আপনি জিজ্ঞাসা কোচ্ছেন, আমি উত্তর না দিয়ে কি করি । ষাঁড়ে । অণঃ ! তা তুমি কথা কও–কথা কওয়াতে তো আর কিছু পাপ নেই। যাতে লোকে পাপ হয় বলে তাই কত লোকে বাছে না । অণর তন্তোরের মতে কিছুতেই দোষ নেই। তা তুমি কথা কও ৷ কমল ৷ ( স্বগত ) এত বড় সহজ ভাবের কথা নয়। * যাতে লোকে পাপ হয় বলে। আবার তন্ত্রে তাও বলে না।” এত ভাল গতিক না । নাঃ, এমনই কি দুষ্ট অভিসন্ধি হবে ? বোধ হয় মদের ঝোকে বোলেছে। ( প্রকাশ্য ) তা আপনি আজকে শয়ন করুনৃ গে, রাত অনেক হয়েছে । তখন কালকে এ কথার উত্তর পাবেন, আজকে আমার শরীর ভাল নেই ।