পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

疊 সেদিকে সম্বন করিছে গমন,

  • *

আয় শিশু কোলে ওরে বাছাধন ! লয়ে যাব তোরে মায়ের মতন, দুখের সংসারে করোনা গমন, যাতন পাবে। পাপ তাপ সেথ ভ্রমে নিরস্তর, ধরিলে পাইবে যাতনা বিস্তর, এই বেলী এসে পবিত্র অন্তর. মুখেতে রবে। কেন কুলাঙ্গনী এতই যাতন, পতির পীড়নে সদাই ভাবনা সংসারের তরে নাহিক সাম্বন, । | হৃদয়ে লেশ। | আহা মরি মরি পিঞ্জরের পার্থী, । দুখের তোমার কিবা আছে বাকি, | পিঞ্জর ভাঙ্গিয়া এসে আমি ডাকি, মোহিত প্রায় । , নাশিব ক্লেশ। - | শোক তাপে সদা জর জর জিয়া, । এ পাপ ধরায় কেন হে পামর, সহিছ যাতনা বেদন বিস্তর, পাপ পরশনে দেখিলে তো নর, কেমন দুখ ? এসো আমি তোমা পাপ করি দূর, আনি শান্তি সুখ মানসের পুর, লয়ে যাই তথা যথা যত সুর, ভোগিছে মুখ। t কেন দীন হীন দুঃখী চিরদিন, ভাবনাম মুখ হোয়েছে মলিন, ক্ষুধায় কাতর দেহ অতি ক্ষীণ, দারুণ দুখে। । ধনির চুয়ারে যেওনাকে আর, . এসে এসো তাজি দুগের সংসার, . লয়ে যাই তোমা সংসারের পার, অতুল মুখে।। ভাদ্র ১২৮২। | কালের আহবান । সংসারের পারে অকূল পাথরে, এসে মম সাথে নয়ন মুছিয়া, , | | ডাকিছে গম্ভীরে কে যেন কাহারে যথায় স্বামী । জীবজন্তু আর মানব সবারে, এসে বিমলিন কুসুম রতন, - - - স্বপন ন্যায়। ] লয়ে যাব তোঞ্জ করিয়া যতন, শুনি সম্বোধন প্রাণী অগণন, এ বিরহে পারি করিতে মিলন, - ত্যজিয়া আপন প্রিয় পরিজন, একাকী আমি। কেন হে বিরাগী তাজিলে সংসার | | পেলে নাকি মুখ শান্তি সেথাকার ? - | বনের ভিতরে কর তত্ত্ব কার? : |