পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পট So Y যে-ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুর ঘর ; সেখানে গিয়ে হাতজোড় করে বললে, “এই জন্তেই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম ? এতদিনে বর দিলে কি এই অপমান ? २ এমন সময় রথের মেলা বসল। সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এল, সেই ভিড়ের মধ্যে এল একটি ছেলে, তার আগে পিছে লোক-লস্কর । সে একটি পট বেছে নিয়ে বললে, “আমি কিনব।” অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে,“ছেলেটি কে ?” সে বললে “আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে।” অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, “বেচব না।” শুনে ছেলের আবদার আরো বেড়ে উঠল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রী থলিভরা মোহর পাঠিয়ে দিলে, মোহরভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এল। মন্ত্রী মনে মনে বললে, “এত বড় স্পৰ্দ্ধ৷ ” অভিরামের উপর যতই উৎপাত হতে লাগল, ততই সে মনে মনে বললে, “এই আমার জিৎ।”