পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه(ه আমাকে ভজিলে দুঃখ দিব পদে পদে । সর্ব্বদা রাখিব তারে বিপদে হ্রদে । রোগশোক দুঃখে তার করি জর জর । হায়:ছায করিয়া কান্দাব নিরস্তর। দেখিব কেমন ভক্ত সেই মহাজন। এত কষ্ট সহ ক'রে করিবে স্মরণ’। বিনা কষ্টে কেবা সুধা পাইবারে পায । যে পায একান্ত চাষ সে পায আমায় । দেখ ধ্রুব প্রহলাদ নারদ আদি ঋষি । করিষা কঠোর তপ হইয়া সন্ন্যাসী । প্রেমপাশে আমাকে বান্ধিয ভক্তগণ । আম হৈতে শ্রেষ্টপদ করিল গ্রহণ। দ্বারেতে বান্ধিল বলি ভকতির জোরে । ভজের নিকটে আমি বান্ধ প্রেম-ডোরে। আয়ুবশ নহি আমি ভক্তের অধীন । ভক্ত-আজ্ঞাবহ আমি হই রাত্র দিন । পাণ্ডবেব যবে বনে করিল স্মরণ " ফেলিফা মুখের অন্ন করেছি রক্ষণ ! আমাহৈতে শ্রেষ্ট হয় নাম সে আমার । নাম হৈতে ভক্ত শ্রেষ্ঠ করই বিচার। ভক্তেরে অদেয় মম কিছুমাত্র নাই । দেবী কহে ওচরণে স্থান যেন পাই । rরির এই বাক্যানুসারে আমি সর্ব্বনাশ সহ করিষাও গ্রন্থ রচনাৰ ক্ষ: নাই, গত ১২৯৫ সালের ১ই জৈন্তু আমার স্বামী মানবনীল স্বরণ করত ঈশ্বরধামে গমন করিযাছেন । এক্ষWে আমি ৪টা বালিকা দয়া নাথা ইয়া পদ্মপত্রের জলের স্থায় জগতে অবস্থান করিতেছি।