পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অদ্ভূত-রামায়ণ। برOb\ করি হরিসংকীর্তন, তুধিয়াছে নারায়ণ, কেন যাবে শমনভবনে || নিজ হিতে যদি মন, থাকে শুন দেবগণ, দেবত্ব যদ্যপি বাঞ্ছা কর । , তবে মম সন্নিধানে, আন হরিভক্তগণে, • শুন ওহে প্রধান অমর || পিতামহের বচনে, দেবগণ ভীত মনে, যমালয়ে করিলা গমন । হে পদ্মাক্ষ হেমালতি,হেকৌশিক বাক্যে ইতি সাদরে করিয়া সম্বোধন।। গিয়া যমসন্নিধানে, লয়ে,হরিভক্তগণে, ‘ব্রহ্মলোকে করেন গমন । দূেখয়াকৌশিক আদি গাত্রোখানে যথাবিধি বিধি করিলেনু সম্ভাষণ। একত্রেতে দেব যত,জিজ্ঞাসে সবে স্বাগত, ব্রহ্মলোকে হৈল কোলাহল। ভক্তের আদর অতি, জানি তুষ্ট লক্ষীপতি অন্তর্যামী জানিলা সকল । হরিভক্ত-সমাদর, দেখি ব্রহ্মা হর্ষান্তর, কৌশিকাদি শ্রেষ্ঠ ঋষিগণে । সঙ্গে লয়ে হর্মমনে, চলিলা বিষ্ণুসদনে, মানস শ্রীহরি দরশনে ।