পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊՆ অদ্ভুত-রামায়ণ । পিতৃবাক্যে রথ হৈতে নামি রঘুবীর । পরশুরামের পদ বন্দিলেন ধীর । জিজ্ঞাসিলা রঘুপতি রামের কুশল। তব দরশনুে অদ্য নয়ন সফল। (s তব প্রীতে কিবা আজ্ঞা হয় মুনিবর। পালিব হে তব আজ্ঞা ধরি শিরোপর | স্ত্রীরামচন্দ্রের সে মধুর সম্ভাষণে । ঘৃতাহুতি সম জামদগ্ন্য জ্বলে মনে। মম আগমন প্রশ্নে তোমার কি কাজ } বীরত্ব করেছ নাকি মিথিলার মাঝ । দেখিব বীরত্ব তব অদ্য এই স্থান । না পারিলে সমুচিত করিব বিধান। ক্ষত্রিয় অন্তক যমসম মম ধনু । ধর হে ক্ষত্রিয় দশরথ-অঙ্গজমু । গুণ দিয়া টঙ্কারিয়া শরের সন্ধান । যদ্যপি পারছে বীর হইবে কল্যাণ । ইহাতে হারিলে সমুচিত ফল পাবে। জানকী প্রভৃতি রত্ন ধন হারাইবে । পরশুরামের বাক্যে কহেন স্ত্রীরাম । ক্রোধ ত্যজি মুনিবর করুনূ বিরাম । এমত বচন উব উপযুক্ত নয়। তব ক্রোধে রক্ষা পাওয়া মম সাধ্য নয় |