পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ (t Հ : অদ্ভুত-রামায়ণ । জাম্বুবানু বিভীষণ, সুগ্রীবাদি কপিগণ, সবে গেল আপন ভবনে। সকলে মানে বিস্ময়, স্বপ্ন সম জ্ঞান হয়, মহ ভীতচিত্ত দেবগণে । শূন্যে দেব ঋষিগণে, রামের জয়কারণে, বেদপাঠ করেন সঘনে । করেন আশীষ বাণী, জয়ী হও রঘুমণি, অরি বধি রক্ষ ত্রিভুবনে । পেয়ে শঙ্করের বর, মহাদপে নিশাচর, রথ হৈতে নামিয়া ধরায় । ক্রোধেতে করিয়া ভর,আনে চারি গিরিবর, সিংহনাদ করে মহাকায় | সেই শব্দে চারি ভ্রাত, চারি রথে মুচ্ছাগত, রাবণ ধরিল চারি জনে | চারিট পর্ব্বত লয়ে, চাপাইল চারি ভায়ে, যুদ্ধ জয় ভাবে মনে মনে । পরম আহলাদ মনে, সিংহনাদ ঘনে ঘনে, সৈন্য সহ নাচে রণস্থলে । দেখি জানকীর মন, মহাক্রোধে জ্বালাতন, অঞ্চল বান্ধিলা কটমূলে । জনকজ পতিব্রত,পডিছুঃখে দুঃখান্বিত, রথে আর থাকিতে নারিলা ।