পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ সর্গ। S8} কহে বীর কোন জন আইল সমরে । নাহি দেখি মম শত্রু এই চরাচরে । ইন্দ্র আদি যত আছে অমর প্রধান। সকলে আমার দাস হয়ে রাখে প্রাণ । এখনি নাশিতে পারি স্বত চরাচর। নাশিব অমর নাগ ভূচর খেচর । পাতালেতে স্বৰ্গ করি স্বর্গেতে পাতাল । করিব প্রলয় আজি হয়ে মহাকাল । এক সমুদ্রের বারি করিয়া সিঞ্চন। অন্য সমুদ্রেতে লয়ে করিব পূরণ। রেণু সম ভাঙ্গি চূর্ণ করিব ভূধর। নরলোকে অমর অমরলোকে মর। জুলিব পৃথিবী লয়ে অনন্ত ভেদিয়া । চক্ষুর নিমিষে ফেলি সকল নাশিয়া । ব্রহ্মার সাস্তুনা হেতু ছিলাম সুস্থির । আমার সহিত দ্বন্দ, করে কোন বীর। এত বলি রাম অগৈ করিল গমন। ঐরামে দেখিয়া হাসে সহস্ৰবদন । একবার নিশ্বাসে উড়াই রথখান। লজ্জা খেয়ে পুন আসিয়াছ দিতে প্রাণ । এত বলি রাবণ ছাড়িল হুহুঙ্কার । সেই মহাশব্দে পূর্ণ হৈল ত্রিসংসার।