পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ । ቕ ጓ » বিবি। দেখি দেখি পটখানি ? ( পটগ্রহণ ) স্থা, এ আপনারই বটে। তা আপনার ভাগুর এখনি কোথায় পেলেন ? কমল । তিনি উদ্দেশ কোন্তে লোক পাঠান, সেই লোক আগরায় সন্ধান কোরে গিয়ে দ্যাখে যে র্তার মুমূর্ষাবস্থ। তার পরে অণমার লোক বোলে তার কাছে বঞ্চনা করতে, এই খানি তার হাতে দিয়ে বোল্লেন, * আমার সেই দুঃখিনী অভাগিনীকে দিও ” এই কথা বোলে ( রোদন করিতে করিতে ) আমার প্রাণেশ্বর অমনি কালের উদরে লুকিয়ে গেলেন ! বিবি । তা আপনার ভাণ্ডর যদি প্রতীরণ কোরে থাকেন ? কমল । না, তা নয়। কারণ তিনি যেরূপ ছদ্মবেশে ছিলেন, সে সুদ্ধ মতিবাবু আর আমি জানি । তা পর্যন্ত যখন সেই লোক এসে বোলেছে তখন আর কি ? আর তা নৈলেই বা ঐ মূঢ় বর্ব্বর নারকী আমাকে অপমান কোত্তে সাহস কোরবে কেন ? এ কথা কখনই হয় না । সাহেব । আঁ্য ? (বেগে কমলবাসিনীর নিকটস্থ হইয়া) কি বোল্‌লে ? অপমান ? তোমাকে ! এত বড় যোগ্যতা ! তোমাকে অপমান ! কমল । উদ্যত হয়েছিল, কিন্তু যে প্রাণের চেয়ে মান বড় বিবে চনা করে, তার মান যায় না । সাহেব। (স্বগত) এ সকল ঐ কদর্য্য মতটার ফল । ঐটে কোনমতে ছাড়াতে হবে । বন্ধুর বেশে শক্র, পুরোহিতের বেশে চোর, ধর্ম্মশাস্ত্রের নামে দুস্কিয়া, এর বড় বিপদ সম্ভবে না । ( তর্ক-পঞ্চানন, জমিদার, শ্যামরতন রায়, দীরোগা, মতিলাল দত্ত সমভিব্যাহারে গোপীনাথের পুনঃ প্রবেশ ) মতি । ( গ্রেহাম সাহেবের প্রতি ) মহাশয় শুনেছেন সব ? অমরনাথ বাবুর কাল হয়েছে ! এই নিমিত্তেই এতদিন তার কোন খববই পাইনি ।