পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৰনাথ । o ২৭৩ ভবে কিনা স্বামীক মুভ শরীরাভাবে কুশপুত্তলিকার প্রয়োজন হোচ্চে। শাস্ত্রকারের সকল বিষযেৰই উপায় কোরে গেছেন। তা এক্ষণেই প্রস্তুত হোতে পারবে ; অর্থাৎ তাতে আবার যৎকিঞ্চিৎ ব্যয়ের প্রয়োজন হোচ্ছে । ভাল তা যা হয় তাই হবে এখন। তা মা ! তুমি যে অলঙ্কারগুলির কথা বোল্লে, সেকি তোমার এই গাত্রেতে যেগুলি আছে এতন্মাত্র, কি গুহেতে— বে—বে—বে—ৰে-সিন্ধুক বাক্সে আর কিছু আছে ? কমল । না মহাশয়, আর য। কিছু আমার ছিল, তা আমার কন্যার বিবাহে তাকিই দান করিছি। তর্ক। এ—হে—হে-হে-হে । সে কর্ম্মট অতি গহিত হয়েছে ! এক তো সর্ব্বস্ব দান করাই অবৈধ, তাতে বিধবা বিবাহটা বিবাহের মধ্যেই নয়। তা যখন দিয়ে বোসেছ তখন তার অfর হাত কি ? তা ভাল, তা মনে কোরে দেখ দিখি আর তো কোন স্থানে কিছু নেই । পট্টবস্ত্রাদি কি অন্যান্য মূল্যৰান কোন দ্রব্যাদি—ভাল কোরে স্মরণ কোরে দেখ দেখি । আরে ভ্রম হওনের তে আশ্চর্য্য কিছুই নাই, বিশেষ এ সময় । কমল । মহাশয় আর কেন বাক্য ব্যয় করেন । এইগুলি আমি আপনাকে দিচ্ছি, এই পর্যন্ত । তর্ক । ন ন বলি তার নিমিত্তে তো নয়। তবে কি ? বলি কি জানি । তা বলি তা—বা—বী-বী-বী-তুমি যা আমাকে #ांन কোরলে, সেইই আমার যথেষ্ট । জমি। মহাশয় আপনি যা পেলেন তার মূল্য আপনি বুঝতে পারেননি। ঐ যে অলপ গহনাগুলি দেখচেন, ওর দাম দশ হাজার টাকার নীচে নয় । ও সকল হীরের জড়াও, বাজারে চুনি পাথর না, আর ঐ যে মতির মালা দেখচেন, ও বিলিতি মুক্ত নয়, ও আসল, ওর দাম অনেক । তর্ক। বটে বটে বটে ? আহ। তবে কল্যাণ হোকু তোমার । তোমবা