পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ অদ্ভুত-রামায়ণ । অতঃপর পর্বত আসিয়া উপস্থিত, অভ্যর্থনা করিলেন হরি যথোচিত । পাদ্য অর্থ দিলেন বসিতে সিংহাসন, • ক্ষেহে জিজ্ঞাসিলা হরি কেন আগমন । . পর্ব্বত কহিলা সব জান নারায়ণ, তবে ষে জিজ্ঞাস দাসে ছলনা কারণ । অম্বরীশনন্দিনী পরম রূপবতী, বিবাহ করিতে র্তারে হইয়াছে মতি । নারদ র্তাহাকে বিভা করিবারে চান, তাই বর হেতু আসিয়াছি তবস্থান । হইবে নারদ মুনি মৰ্কট আনন, এই বর দেহু দাসে প্রভু জনার্দ্দন । স্বাভাবিক মুখ যেন দেখে অন্ত জনে, কন্যা মাত্র বানর দেখিবে হে নয়নে । তথাস্তু বলিয়া হরি দিলা সেই বর, হরিষ অন্তরে মুনি যান স্থানান্তর। میسر اسحساس অথ মাঙ্গলিক দ্রব্যাদি দ্বারায় অম্বরীশের সভা ও নগর সজ্জা ॥ ’’سب মাঙ্গলিক নালা দেব্য করি আয়োজন । সাজাইলা সভা কিবা বিচিত্র শোভন ॥