পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম-ষষ্ঠ সর্গ। ((No. এই মত কছিলেন শমন-ঈশ্বর, সৌদামিনী কহে মুনি শুন অতঃপর। o O মথ ইরিমিত্রের নিকট পেচকের আত্মবিবরণ নিবেদন ও গানবন্ধুকে 4 , அர কুরিমিত্র বর প্রদান করেন। লঘু ত্রিপদী । : শুন অতঃপর, ওহে মুনিবর, সে অবধি মম এখানে বাস । হয়ে পেঁচা পাখী, সতত অসুখ, মৃতদেহ ভক্ষি দ্বাদশ মাস ॥ কিছু দিন পর, হরিদ্বিজবর, দেবু-কলেবর তেজস্বী অতি । চাপিয়া বিমানে, বিষ্ণুদূতগণে, হইয়া বেষ্টিত হরিষ মতি। অর্কবর্ণ রথে, যান স্বর্গপথে, পথিমধ্যে মোরে দর্শন করি । ভুবনু রাজার, সে মৃত্যু আকার, সম্মুখে আমার দেখিয়া হরি। হয়ে কৃপাবানু, দ্বিজেন্দ্রপ্রধান, জিজ্ঞাসিলা মম নিকটে আসি । শবের আকৃতি, ভুবন ভূপতি, কেন তুমি শব নিকটে বসি ॥