পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ সর্গ। SS 4 অগ্নি দাহে জলজন্তু করয়ে চীৎকার, জল জন্তু স্থল হেতু মরিল অপার। সমুদ্র গর্ত্তেতে ছিলা হত দেবগণ, অগ্নি দাহে উঠি ভয়ে করে পলায়ন। দেখিল আশ্চর্য্য কাণ্ড বানর মণ্ডল, ত্রিভুবনে হৈল হাহাকার কোলাহল । স্বস্তি বাক্যে ঋষিগণ করেন মঙ্গল, দেখি কর্ম্ম অসন্তোষ রাম মহাবল । কহে দেবী সৌদামিনী করিয়া পয়ার, অতঃপর শুন নর অন্য সমাচার | অথ স্ত্রীরামচন্দ্রের নেত্রনীর দ্বারায় পুনর্ব্বার সমুদ্র পূরণ ও সীতা উদ্ধার-করণ । রামচন্দ্র কন, শুনহে লক্ষণ, • ভাল কর্ম্ম তব নহিল এখন । । সীতার বিরহে, সদা অঙ্গ দহে, শোক নীরে কুরি জলধি পূরণ। এত বলি রাম, কান্দি অবিরাম, নেত্রনীরে পূর্ণ করি রত্নাকর। অসম্ভব কাজ, দেখি দেবরাজ, পুষ্প বরলি স্ত্ররা,উপর। আশ্চর্য্য ঘটন, দেখি সর্ব্ব জন, পুনঃ পুনঃ মনে করিল চিন্তন।