পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M ծ অদ্ভুত-রামায়ণ ।

ছাড়িয়া ছলনা, কুরু মে করুণ, বঞ্চনা কোর না, তনয় দীনে। ওহে সর্ব্বপ্নার, কাতরে নিস্তার, কুরু এইবার, গতিবিহীনে। পয়ার | এই রূপে বহু স্তব করি বীরবর। কৃতাঞ্জলিপুটে পড়ে ধরণী উপর। পরশুরামের স্তবে তুষ্ট হয়ে রাম। ধরিলেন নিজ রূপ নেত্র অভিরাম । স্ত্রীরাম কহিলা শুন জামদগ্ন্য বীর । ইন্দ্রলোকে গিয়া নিজ চিত্ত কর স্থির। রঘুবীরবাক্যে স্থির করি নিজ মন। আজ্ঞামাত্র জমদগ্ন্য করিলা গমন । ইন্দ্রের নিকটে গিয়া করিলেন স্থিতি । নিবীর্য্য অবশ অঙ্গ সদা দুঃখমতি। নিস্তেজ নির্ম্মদ দুঃখি করি দরশন। বৎসরান্তে পিতৃগণ জামদগ্ন্যে কন। বিষ্ণুস্থানে পরাজয় হওন কারণ। কি কারণে বৎস তব সদা দুঃখমন । সর্ব্ব সারৎসার হরি ত্রিলোকপ্রধান। সকলের আদিকর্তা প্রভু ভগবানু |