পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অদ্ভুত-রামায়ণ । هو!8 خد নরশক্র নাশি মাংস করিব ভক্ষণ । এত বলি ক্রোধে করে বাণ বরিষণ । দ্বিসহস্র করে করে বাণ অবত্বারে। চারি রথে বর্ষে বাণ যেন জলধরে । । রাবণের সৈন্যগণ শমন আকার । ধরিয়া রাক্ষস নর গ্রাসে অনিবার | কেহ বা মৃত্তিক নখে করিয়া খনন | তন্মধ্যে প্রোথিত করে রামসৈন্যগণ । স্ত্রীরামের সৈন্য যত ভল্লুক বানর। গিরিশৃঙ্গ লয়ে করে অদ্ভুত সমর। ভ্রমিছে রাক্ষস কেহ প্রবেশি উদরে । উদর চিরিয়া নখে আসিছে বাহিরে। কেহ রক্ষিসের শিরে করি আরোহণ । প্রস্রাব পুরিষ ত্যাগ করে ঘনে ঘন। কেহ নখাঘাতে চক্ষু লয় উপাড়িয়া। চক্ষুহীনে সৈন্যগণেরলে হাতাড়িয়া । তাহা দেখি কপিগণ হাসিতে লাগিল । দেখিয়া রাবণ ক্রোধে জ্বলিয়া উঠিল। ধরিয়া বানর ক্রোধে গ্রাসে নিশাচর। কর্ণপথে বহিরায় যতেক বানর। উঠি রাক্ষসের শিরে ফেলে জটা ছিড়ি । কেহ বা মুকুট ছিড়ে কেহ ছিড়ে দাড়ি।