পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়-সর্গ। ইক্ষুকুকুল-সাগরে রামচন্দ্র-মণি যেরূপে উদ্ভব তাহ,শুন কহি মুনি। ধরণীতে ধরাসুতা জন্মে যে কারণ। শুন কহি মুনিবর আশ্চর্য্য কথন। অম্বরীশ ঘটত বৃত্তান্ত-মনোহর । শ্রীপুরুষোত্তম গুণ কহি অতঃপর। ত্রিশঙ্কু নামেতে রাজা প্রভাবানু অতি । তার প্রিয়াভার্য্যা, নাম ধরে পদ্মাবতী ॥ অম্বরীশ মাতা তিনি শুদ্ধা চিত্ত অতি । 'এক মনে সদা ধ্যানে চিন্তেন স্ট্রপতি ॥ শুদ্ধ সাধু পতিব্রতা ত্রিশঙ্কু রমণী। এক মনে হৃদয়ে ভাবেন চিন্তামণি ॥ 'যোগ-নিদ্রী-প্রাপ্ত-বিষ্ণু অনন্ত শয্যায়। র্তার নাভিপেদ্মেপরি বিধির আশ্রয় ॥ তমোগুণধারী কাল রুদ্র মহাশয় । , রজোগুণসহ কনকাণ্ডে জন্ম হয়। সত্ত্বগুণ সমাশ্রয়ে সর্ব্ব ব্যাপি হরি। সর্ব্বদেব নমস্কৃত সুদর্শনধারী। ত্রিশঙ্কু রমণী তীরে ভাবে হৃদাসনে। আন্তরিক বাচন্তিক কায়িক মননে ॥